সমাজে এমন বহু মানুষ পাওয়া যায়, যাদের ঠিক মত দু বেলা, দু মুঠো ভাতের জোগার করতে, কাল ঘাম ছুটে যায়। কোনওমতে একবেলার জোগাড় হয় তো কোনওদিন পেটে খিদে নিয়েই রাত কাটিয়ে দিতে হয়। এইসকল অর্থনৈতিক দিক থেকে পিছেয়ে পড়া মানুষদের, অর্থনিতির হাল ফিরিয়ে আনার বার্তা নিয়ে থিমের পরিকল্পানা করেছে শ্যামবাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
জিয়ো বাংলা শারদ সম্মান অনুষ্ঠানে এসে এমনটাই জালালেন পূজা কমিটির প্রথম যুগ্ম সম্পাদক অপরাজিত বোস, দ্বিতীয় যুগ্ম সম্পাদক সমর ঘোষ ও মহিলা সমিতির সদস্য ডালিয়া দে। আর তাদের সাথে পুজো আড্ডায় মেতে ওঠেন জিয়ো বাংলার সঞ্চালক রীয়া। হীরক জয়ন্তী বর্ষে পদার্পন করল তাদের পুজো আর সেই উপলক্ষে প্রথম থিমেও প্রবেশ করলেন তারা। তাদের এই বছরের থিম “ঝড়া পাতায় মাথায় বোঝ, এবার আমাদের নতুন খোঁজ”।
থিম শিল্পী কমলদ্বীপ ধরের সৃজনশীলতায় ধীরে ধীরে রুপ পাচ্ছে তাদের ২০ ফুটের উঁচু প্যান্ডেল, আর চিলচিত্র নিয়ে মায়ের উচ্চতা প্রায় ১৪ ফুট। ২রা অক্টোবর অর্থাৎ চতূর্থীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হবে তাদের শারদোৎসবের পথচলা। নবমীর দিন সকল দর্শানার্থীদের জন্য থাকবে মহাভোজের আয়োজন। নোয়াপাড়া বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোতে উঠে শ্যমবাজার মেট্রোর ১ নম্বর গেটের নিকট অবস্থিত এই পূজা মন্ডপ।