শ্যামার জীবনটা পালটে যেতে চলেছে। তাঁর সঙ্গীতপ্রতিভা ধরা পড়ে গিয়েছে শ্বশুরমশাই বসন্ত চৌধুরী এবং তার স্বামী নিখিলের কাছে। তারা শ্যামার সঙ্গীত জনদরবারে পৌঁছে দিতে একটি স্টুডিও ভাড়া করেছে। মোদ্দাকথা হল, বাড়ির অন্যান্যরা যাতে জানতে না পারে যে শ্যামা গান গায় তাই স্টুডিওটি ভাড়া করেছে বসন্ত চৌধুরী। সেখানে চলে শ্যামার অনুশীলন।
ওদিকে দোলযাত্রা ঘিরে ধারাবাহিকে বেশ মজার কাণ্ড ঘটতে দেখা যাচ্ছে। নিখিল আর দিশা ঠাণ্ডাই খেয়ে হাসছে তো হাসছেই। তাদের সামলানো দায় হয়ে পড়েছে অশোক এবং শ্যামার। কথায় কথায় শ্যামাকে ভাললাগার কথা জানিয়ে ফেলেছে নিখিল।
এরই মাঝে রেডিওতে গান গাইবার সুযোগ আসে শ্যামার। সে রেডিওতে গান গাইতে প্রস্তুত। কিন্তু তার ভাগ্য কি সঙ্গ দেবে তাকে? সকলকে এড়িয়ে ঘরের কাজ সামলে সে কি পারবে ঘর থেকে বাইরে বেরিয়ে তার কীর্তন জনদরবারে পৌঁছে দিতে? নাকি শ্যামার জীবনের বাঁক ঘুরছে অন্যদিকে? অন্যকিছু কি ঘটতে চলেছে তার জীবনে? জানতে হলে প্রতিদিন সন্ধে ৭ টায় দেখুন ‘কৃষ্ণকলি’, জি বাংলায়।