Shweta-Rubel Das Wedding: সামনেই বিয়ে, শুটিং সেটেই প্রিয় অভিনেত্রীর আইবুড়োভাতের আয়োজন করল ভক্তরা

জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে উৎসাহিত হবে ভক্তরা এ তো সাধারণ বিষয়, কিন্তু ভালবাসায় ভরিয়ে দিয়ে আইবুড়োভাত আয়োজন, এমন ভাবনারও বাইরে। কিন্তু এমনই এক উপহার পেলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তাঁর শুটিং সেটে এসে তাঁকে ঘটা করে আইবুড়োভাত ও উপহারে সাজিয়ে দিয়ে গেছেন একদল অনুরাগী। এই ঘটনায় আপ্লুত শ্বেতা।

জনপ্রিয় দুই অভিনেতা শ্বেতা-রুবেল –এর বিয়ে নিয়ে বর্তমানে উত্তাল টলিপাড়া। জানা গেছে, আসছে বছরেই চার হাত এক হবে তাদের। ইতিমধ্যে আশির্বাদ পর্বও সেরেছেন সকলের প্রিয় এই জুটি। কিন্তু বিয়ের সময় ছাড়া কাজ নিয়েই ব্যস্ত থাকছেন শ্বেতা-রুবেল। শ্বেতা বর্তমানে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়িকা। কিন্তু সেই শুটিং সেটেই ধুমধাম করে তাঁর আইবুড়োভাতের আয়োজন করল একদল ভক্ত।

শ্বেতা নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই সুন্দর মুহুর্ত। যেখানে দেখা যাচ্ছে, রজনীগন্ধার মালা, ধান-দূর্বা, চন্দন, প্রদীপ থেকে নবরত্ন পোলাও কিছুই বাদ পড়েনি আয়োজন থেকে। নায়িকা তাঁর ধারাবাহিকের চরিত্রের সাজেই বসে পড়েছেন আইবুড়োভাত খেতে। মেনুতে রয়েছে সাদা ভাত, পাঁচ রকম ভাজা, মাছ, মাংস, ডিম, পায়েস, দই, মিষ্টি। এমনকি উপহার হিসেবে শাড়ি ও সোনা বাঁধানো পলাও উপহার পেয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী নিজেও কোনোদিন ভাবতে পারেননি, তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা এই জায়গায় পৌঁছবে। সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে শ্বেতা জানিয়েছেন, ‘একজন অচেনা মানুষ শুধুমাত্র আমার কাজ ভালোবেসে, আমাকে মন থেকে বোন মেনে, সব কিছু আয়োজন করে শুটিং ফ্লোরে এসে আমাকে খাইয়ে গেছেন’। অনুরাগীদের এই ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...