ভিলেন শুভাশিস মুখোপাধ্যায়

এক অচেনা শুভাশিস মুখোপাধ্যায়কে এবার চেনার পালা। কেরিয়ারের শুরুর দিন থেকে যাকে অধিকাংশ সময়ে কমেডি রোলেই দেখে অভ্যস্ত দর্শক, সেই শুভাশিস মুখোপাধ্যায় এবার ভিলেনের চরিত্রে ! লালবাবা তাঁর নাম। মানুষকে ঠকানোই তার কাজ। তুকতাক, জরিবুটি দিয়ে নাকি সে বন্ধ্যাত্ব দূর করতে পারেদুর্বল মনের মহিলারা তাই বারবার তার কাছে ছুটে ছুটে যায়। কয়েকজনের নাকি তার আশীর্বাদেই সন্তান এসেছে ঘরে। তাই তারা লালবাবাকে ভগবান বলে মনে করে। আর সাধারণ মানুষের সেই বিশ্বাসকেই ট্রাম্প কার্ড বানায় সেই লালবাবা। নানা ধরনের অপরাধমূলক কাজ করে চলে সে।

অলৌকিক না লৌকিকসিরিজের এবারের গল্প তন্ত্র মন্ত্র এই গল্পে আউট অ্যান্ড আউট ভিলেনি ইমেজে ধরা দেবেন শুভাশিস মুখোপাধ্যায়।

‘অলৌকিক না লৌকিক’ সিরিজে এহেন ভিলেন চরিত্রে ধরা দেবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরী, সুপ্রিয় দত্ত। এঁদের চরিত্রগুলিতে ভালোমানুষির পিছনে লুকিয়ে আছে অন্য গল্প। সেই অন্য গল্প থুড়ি কুকর্মগুলিকে সরেজমিনে খতিয়ে দেখে সবার সামনে তাদের পর্দা ফাঁস করবে বিক্রম ও তার বন্ধু হিয়া, ভোম্বল,পার্থ এবং রজত।

একে একে আসবে অন্ধ কুসংস্কার আর তা ভেঙে ফেলার নানা গল্প। ১৬ টি গল্প চলবে ৩২ টি এপিসোডে।

অলৌকিক না লৌকিকদেখুন প্রতি শনি ও রবিবার রাত ৮ টায়। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...