আলিপুর চিড়িয়াখানায় দীর্ঘ ২৭ বছর পর জন্ম নিয়েছে তিনটি সিংহশাবক। চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানিয়েছেন, চিড়িয়াখানার এশিয়াটিক
সিংহ ‘শ্রুতি’ তিনটি শাবকের জন্ম দিয়েছে।
সিংহ ছানাদের বাবা এশিয়টিক প্রজাতির সিংহ ‘বিশ্বাস’। বিশ্বাসের বয়স ১২, শ্রুতির বয়স ৬।
২০১৭ সালে আসল এশিয়াটিক লায়ন প্রজাতির এই সিংহ দুটিকে হায়দরাবাদ থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। সদ্যজাত তিনটি শাবকের মধ্যে একটি পুরুষ ও দুটি স্ত্রী। তিনটি বাচ্চাই এখন সুস্থ আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ১৯৯২ সালে আলিপুর চিড়িয়াখানায় শেষবার সিংহশাবকের জন্ম হয়েছিল। গত বছর শ্রুতি একটি শাবক জন্ম দিলেও দুর্বল বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি।
সিংহ শাবকগুলোর স্বাস্থ্য ও অন্যান্য পরিস্থিতি ঠিক থাকলে তিন মাস পর এই তিন সিংহশাবককে দর্শকদের সামনে আনা হবে জানা গিয়েছে। গত ২৮ জুন প্রথম শাবকটির জন্ম হয় সকাল ১০টা নাগাদ৷ দ্বিতীয় শাবকটি
জন্মায় ১০টা বেজে ১২ মিনিটে৷ ১০টা ২৪ নাগাদ তৃতীয় শাবকের জন্ম দেয় শ্রুতি৷ আপাতত ৩টি শাবককেই নজরে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷