Shriman vs Shrimati: পিছিয়ে গেল পরিচালক পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির মুক্তি

পরিচালক পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জন উঠল টলিপাড়ায়। জানা গেছে, একগুচ্ছ ছবির ভিড়ে এই ছবি প্রকাশ করতে অনিচ্ছুক ছবিটির নির্মাতাগণ।

‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিটিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু। অভিনেতা মিঠুন চক্রবর্তী এর আগেও পথিকৃৎ বসুর পরিচালিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন। গত বছর পুজোয় প্রকাশিত ‘শাস্ত্রী’ সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন তিনি। কিন্তু পুজোর সময় অন্য সিনেমার ভিড়ে ‘শাস্ত্রী’ সিনেমার সঠিক সাড়া পাননি তিনি।

সেকারণে আসন্ন সিনেমা ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ –র জন্য কোনোরকম ঝুঁকি নিতে চাননা পরিচালক পথিকৃৎ। বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। এই তালিকায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ এবং শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘পুরাতন’।

এছাড়াও চলতি মাসের শেষে মুক্তি পাচ্ছে সলমন খান অভিনীত ছবি ‘সিকন্দর’। এপ্রিলের শুরুতে মুক্তি পাবে সানি দেওল অভিনীত ছবি ‘জাট’। ফলে নববর্ষের সময় বাংলা ছবির শো পেতে সমস্যা হতে পারে বলে মনে করছেন তিনি। সেই কারণেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, আগামী ১ মে মুক্তি পেতে পারে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। তবে এই বিষয়ে এখনই চূড়ান্ত কোনও খবর পাওয়া যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...