বিষ্ণুপ্রিয়ার চরিত্রে শ্রীমা

কালারস বাংলায় চলছে ধারাবাহিক 'মহাপ্রভু শ্রী চৈতন্য' শুরুর দিন থেকেই এই ধারাবাহিকের টি আর পি'র কাঁটা ঊর্ধগামী। আমজনতার কাছে জগন্নাথ মিশ্র এবং শচী মাতার পুত্র নিমাইকে নিয়ে আগ্রহ আর শ্রদ্ধার অন্ত নেই। প্রতিবারই নতুন আরও কিছু জানার আশায় বুক বাঁধেন মানুষ। তাই জনমানসে জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি এই ধারাবাহিকের।

নিমাইয়ের জীবনের বেশ খানিকটা পর্ব ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। নিমাইয়ের মহিমায় আপ্লুত দর্শককূল। ধারাবাহিকে ইতিমধ্যেই এক বিরাট পরিবর্তন এসেছে। বিষ্ণুপ্রিয়া চরিত্রের ঘটতে চলেছে অদলবদল। এতদিন এই চরিত্রে দর্শক দেখছিলেন অলকানন্দা গুহকে।

এবার সেই জায়গায় দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে। শ্রীমাকে এর আগে দর্শক দেখেছেন 'জামাই রাজা' ধারাবাহিকে। তারও আগে কালারস চ্যানেলেরই 'নাগলীলা' ধারাবাহিকে তিনি ছিলেন গঙ্গার চরিত্রে। আর এবার আরও একবার একদম অন্য ধরনের এক চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

কিছুদিন আগেই এই ধারাবাহিকে আগমন ঘটেছে আরও এক চরিত্রের। এই নতুন চরিত্রের নাম কেশব কাশ্মীরি। এই চরিত্রে দেখা যাচ্ছে নীল মুখোপাধ্যায়কে। এর আগে 'শ্রী চৈতন্য মহাপ্রভু' ধারাবাহিকে তিনি ছিলেন নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্রর চরিত্রে। আর এবার তারও জায়গা পরিবর্তন ঘটেছে এই ধারাবাহিকে।

'মহাপ্রভু শ্রী চৈতন্য' দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায় কালারস বাংলায়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...