মানুষ এখন একমুহুর্ত ইন্টারনেট ছাড়া চলতে পারে না। আর ফেসবুক মানুষের জীবনে এখন এতটাই জড়িয়ে গেছে যেন তার দৈনন্দিন চাহিদার একটা অন্যতম চাহিদা ফেসবুক ।এখন তো আবার ফেসবুক লাইভ। খেতে, বসতে, চলতে, হাঁটতে, পার্টিতে, আড্ডাতে ফেসবুক লাইভ একটা নেশার জায়গাতে । মানুষের জীবনে ফেসবুক এবং ফেসবুক লাইভ কতটা প্রভাব ফেলতে পারে সেই বিষয় নিয়ে পরিচালক সঞ্জয় ভট্টাচার্য বানিয়েছেন চোদ্দ মিনিটের হিন্দি শর্ট ফিল্ম 'লাইভ স্টোরি '।অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সোমরাজ। তার বিপরীতে আছেন আয়ুষী ।শর্ত ফিল্মটির মিউজিক করেছেন কুন্তল দে। প্রযোজনা শাইনিং ফিল্মস।
বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে 'লাইভ স্টোরি' এর মুখ্য অভিনেতা সোমরাজ বললেন," ফেসবুক এখন আমাদের জীবনে মেজর ভূমিকা পালন করছে। আর এখন সবাই সবাই তো ফেসবুক লাইভ করছে। ছবিতে আমার চরিত্রের নাম ঋষি। আমি অদিতি বলে একটা মেয়ের সাথে লিভ ইন করি। সেটা বাড়ির লোক কেউ জানে না। কিন্তু একটা ফেসবুক লাইভের মাধ্যমে সারা পৃথিবীই জেনে যায় তাদের সম্পর্ক। তার পর কি হয় তা নিয়েই 'লাইভ স্টোরি'। 'লাইভ স্টোরি'এর নায়িকা আয়ুশী তার চরিত্র নিয়ে বললেন,"আমার চরিত্রের নাম অদিতি। ২২ বছরের একটা মেয়ে ,বয়ফ্রেন্ডের সাথে থাকতে ভয় পায়।সুইট একটা মেয়ে । তার জীবনে কি হয় তা নিয়ে কাহিনি। ইয়ং জেনারেশানদের খুব ভালো লাগবে"।
ছবিতে মিউজিক দিয়েছেন কুন্তল দে । ব্যাকগ্রাউন্ড মিউজিকও তারই । তিনি জানালেন, "এখানে একটি মাত্র গান আছে । স্টার ফ্যাক্টর আমাদের লাইফে খুব ম্যাটার করে সেটা নিয়েই গান -তু মেরে স্টার"।