ট্রেন সফরের সঙ্গে শপিং করা দু’টোই এবার বাস্তব হতে চলেছে শিয়ালদহ স্টেশনে |আয় বাড়াতে এবার শিয়ালদহ স্টেশনে শপিং মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল | স্টেশন বিল্ডিং দ্বিতল বিশিষ্ট শপিংমল গড়ে তলার জন্য ইতিমধ্যে টেন্ডার ডেকেছে শিয়ালদহ রেল ডিভিশন| হটাত করে কেন স্টেশনের ভিতরে ফ্যামিলি মল বানাতে চায় রেল কর্তৃপক্ষ?
রেলসুত্রে খবর, অফিস বা পরিচালন কাজে দেশের বিভিন্ন স্টেশনে বহু ফাঁকা জায়গা ও ঘর অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে | এইসব পড়ে থাকা জায়গা বাণিজ্যিকভাবে কাজে লাগাতে চায় রেল | দেশের অন্যান্য স্টেশন গুলোতেও একইভাবে শপিং মল , রেস্তোরা, বিপনি তৈরী করার প্রস্তাব ও পরিকল্পণ নেওয়া হচ্ছে | শিয়ালদহ তার ব্যতিক্রম নয় | লোকাল ও দুরপাল্লা মিলিয়ে প্রতিদিন কয়েকশো ট্রেন যাতায়াত করে শিয়ালদহ স্টেশন দিয়ে। কয়েক লক্ষ যাত্রীর আনাগোনা লেগেই থাকে অন্যতম ব্যস্ত এই স্টেশনে | এমনিতেই ইতিমধ্যেই স্টেশনের ভিতরে আই আর সি টি সি তাদের ফুড কোর্ট বানিয়েছে।এছাড়া রয়েছে আরো কয়েকটি খাবারের দোকান| সেখানেও খাবারের জন্য প্রতিদিন ভিড় জমান কয়েকহাজার নিত্যযাত্রী ও দুরপাল্লার যাত্রীরা |শপিং মল তৈরি হলে সেখানেও প্রচুর লোক কেনাকাটা করতে পারবেন ও বাণিজ্যিকভাবে ভাবে লাভবান হবেন শপিংমল বিপনিগুলো | থাকবে ফুড কোর্টও| শপিং এর ফাঁকে পেট পুজো করার ব্যবস্থাও হয়ে যাবে এখানে |সেই লভ্যাংশ জমা পরবে রেলের তহবিলে | ডিভিশনের এক আধিকারিকের কথায়, এর আগেও এটিএম, হোর্ডিং কিয়স্ক ভাড়া দিয়ে বিভিন্ন উপায়ে আয় বাড়াতে চাইছে রেল | তাই পড়ে থাকা জায়গা এভাবেই বাণিজ্যিক উপায়ে ব্যবহারের রাস্তা খুজছে রেল| এই সব বিষয় মাথায় রেখেই শপিং মল তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে চাইছে রেল |
শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, স্টেশন বিল্ডিংয়ের নিচের তোলা ও দোতলা প্রায় পুরোটাই ফাঁকা পড়ে আছে। স্টেশন পরিচালনার বাকি কাজ তিনতলায় সরে যাবে |সেই কারণে স্টেশনের তৃতীয় তলে রেলের নতুন পরিচালন অফিস তৈরির কাজ চলছে পুরোদমে।স্টেশনকে আধুনিক করতে এই ব্যবস্থাই চালু হতে চলেছে দেশের অন্যতম ব্যস্ত স্টেশনে।