শ্লীলতাহানির পরে

মল্লিকা সেনগুপ্ত'র লেখা 'শ্লীলতাহানির পরে'  আসছে বড় পর্দায়। যত দিন যাচ্ছে তত মাথাচাড়া দিচ্ছে শ্লীলতাহানির মতো কদর্য কাজকর্মের মানসিকতা। প্রাপ্ত বয়স্কা তো বটেই বাদ পড়ছে না আট বছরের শিশু থেকে শুরু করে আশির বৃদ্ধারাও। আর এই সময়ে দাঁড়িয়ে তাই মল্লিকা সেনগুপ্তর অনবদ্য সৃষ্টিকে বই থেকে টেনে বের করে পর্দায় নিয়ে আসছেন পরিচালক রেশমি মিত্র। শুভ মহরৎ হয়ে গেল সম্প্রতি। হাজির ছিলেন ছবির প্রায় সব কলাকুশলীরাই।

slta-hani-pre

গল্পের কেন্দ্রে রয়েছে রিকি নামের একটি মেয়ে। তার উপর শারীরিক আক্রমণের পর তার জীবন কতটা ওলটপালট হল সেটাই এই ছবির মূল উপজীব্য বিষয়। আছে মন্দিরা, বিজন রায়, অমূল্য, রাজকুমার নামের আরও অনেক চরিত্রের আনাগোনা। এরা কে কী ভাবে রিকির জীবনে প্রভাব বিস্তার করে সেটাই দেখার।

sp-4

সম্প্রতি শুভ মহরতের কাজ সারলেন পরিচালক।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিষেক চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, মৌবনী সরকার, শ্রীলা মজুমদার, দেবলীনা কুমার, ইশান মজুমদার, শুভম সহ আরও অনেকে।

sp-2

চিত্রনাট্য লিখছেন চন্দন মুখার্জি। সংগীত পরিচালনায় রাজা নারায়ণ দেব। গান লিখেছেন গৌতম সুস্মিত এবং চন্দন মুখার্জি। ক্যামেরায় বাদল সরকার। শিল্প নির্দেশনায় তপন কুমার শেঠ। সম্পাদনায় শুভজিত সিংহ। সহকারী পরিচালক অশোক রায়। সোনম দাসের প্রযোজনায় সোনম মুভিজ প্রোডাকশনের হাত ধরে আসছে এই ছবি।

sp-3

এটা শেয়ার করতে পারো

...

Loading...