‘আগমনীর অবগাহন’-এর মুকুটে নতুন পালক

সাম্প্রতিককালে নানা বিষয় নিয়ে শর্ট ফিল্ম তৈরি হচ্ছে বাংলায়। তেমনই একটি ভিন্ন স্বাদের শর্ট ফিল্ম ‘আগমনীর অবগাহন’। ইতমধ্যেই পুরস্কারের ঝুলি পূর্ণ হয়েছে ছবির। ‘IMPULSE 1.0’ –তে খেতাব, ‘ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশনস ২০১৯’-এ অফিশিয়াল সিলেকশন পেয়েছেন অভিজিৎ রায়। রয়েছে আরও অনেক খেতাব। আর এবার ছবিটির জন্য বেস্ট এডিটরের পুরস্কার পেলেন শিবম সামন্ত। ‘RISE’ ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট এডিটরের পুরস্কার পান তিনি।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনইয় করেছেন হিমিকা পাত্র, গুলশানারা, প্রিয়াঙ্কা সমাদ্দার, পরিচালক অভিজিৎ রায় স্বয়ং, সুরজিত মাইতি, পার্থ ঘটক, সোমনাথ মোহান্ত, লক্ষ্মী জয়সওয়াল প্রমুখ। ছবির ক্যামেরা সামলেছেন হিমু হিমালয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন হিয়া জোয়ারদার। সম্পাদনায় শিবম সামন্ত। গল্প ভাবনা পরিচালকেরই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনুভব ঘোষ। এ ছাড়াও টিম ‘আগমনীর অবগাহন’-এ রয়েছে আরও অনেক নাম- সাহেব হালদার, শ্রীতমা বিশ্বাস, প্রিয়াঙ্কা সমাদ্দার, আবির সরকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...