শিবলিঙ্গ সন্ধান দিলো এক প্রাচীন ঐতিহাসিক শহরের

বারাণসি বা বেনারসের একটা ঐতিহাসিক নাম ও সত্ত্বা আছে,যা ছিল ষোড়শ  মহাজনপদের  অন্যতম এক জনপদ, আর তা হলো- কাশী। নানান  ঐতিহাসিক স্মৃতি ও তথ্য বিজড়িত এই শহরের মাহাত্মই আলাদা। কিন্তু খোদ কাশী থুড়ি আজকের বেনারস নয় তার সন্নিহিত অঞ্চলও যে কত ঐতিহাসিক সম্পদে সমৃদ্ধ তার প্রমান পাওয়া গেছে অতি সম্প্রতি। আজ সেই সন্ধানই দেবো।

village1   

অতি সম্প্রতি এমনই  নিদর্শন পাওয়া গেল বেনারস থেকে মাত্র ১৩ কিমি দূরে  ভাবনিয়াব  গ্রামে। সম্প্রতি এখানেই বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রাচীন ভারতের ইতিহাস , সংস্কৃতি  ও প্রত্নতত্ত্ব  বিভাগের  কিছু গবেষক  ২৩ শে ফেব্রুয়ারি থেকে  খননকার্য চালিয়ে নানা প্রত্নতাত্বিক উপাদানের সন্ধান পেয়েছে । তবে প্রাথমিক ভাবে এক শিবলিঙ্গের আবিষ্কার এই স্থানটির প্রতি গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে। তখন জরিপ করে আরো উপাদানের সন্ধানে খননের  পরিকল্পনা করা হয়। আর তা  থেকেই   পাওয়া গেছে   প্রায় ৪ হাজার বছরের পুরনো একটি ছোট্ট শহরের ধ্বংসাবশেষ । প্রাপ্ত হয়েছে আনুমানিক পঞ্চম থেকে অষ্টম শতকের মাঝামাঝি সময়ের একটি মন্দির,প্রায়  ২ হাজার বছর আগে তৈরি  দীর্ঘ  দেওয়াল ও অন্যান্য সামগ্রী। প্রাপ্ত হয়েছে  কুষাণ যুগের  ব্রাহ্মী  স্ক্রিপ্ট এবং তাম্রসীয়  যুগের কিছু মৃৎ পাত্র।  সমীক্ষায়  অনুমিত হয় এই শিবলিঙ্গ ৪০০০  বছরের পুরোনো ।  শিবলিঙ্গ অক্ষত থাকলেও বাকি    সবকিছুরই ধ্বংসাবশেষ রয়েছে। 

village2

এখনও   পর্যন্ত প্রাপ্ত  উপাদান থেকে   এই স্থানের প্রাচীনত্ব নিয়ে  সন্দেহের অবকাশ  থাকে না। বেনারসের সাথে  এর  সম্পর্ক থাকলেও   এই  ভাবনিয়াব  একটি স্বতন্ত্র শহর  হিসেবেই আত্মপ্রকাশ করে।  তবে  সবেমাত্র কিছু সূত্র মিলেছে ,গবেষণার এখনও অনেক বাকি। সম্পূর্ণ খননকাজ ও গবেষণা শেষ হলেই তবে পুরো ইতিহাস আরো সুস্পষ্ট হবে।   আর  তা যে  প্রাচীন ভারতের ইতিহাসে আরো কিছু নতুন অধ্যায়ের সংযোজন ঘটাবে তাতে সন্দেহ নেই।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...