কথায় বলে মানব শরীর বহু মহাজাগতীক শক্তির উৎস্যস্থল, শুধুমাত্র অভ্যাসের অভাবে তা হারিয়ে গেছে মনের গভীরে। তাই মানুষের অন্তরে লুকিয়ে থাকা সমস্থ শক্তিকে প্রস্ফুটিত করতে, সেজে উঠছে শিবরামপুর অশথ্থতলা শারদোৎসব কমিটির পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিও-তে উপস্থিত ছিলেন এই কমটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রীতম শর্মা, সহ সম্পাদক দেবব্রত হালদার ও সদস্য গোপাল হালদার।
সঞ্চালক ইকেবানার সাথে তাদের পুজোর বিষয়ে জেনে নিলাম আমরাও। এই বছর ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে পদার্পন করল তাদের পুজো, তাই চমক হিসাবে এক অনন্য থিমের পরিকল্পনা করেছেন শিল্পী সমর পারেক ও শিল্পী শুভ্ররঞ্জন দাস । তাদের এবারের থিম “অন্তর মম, বিকসিত কর”। থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা রূপায়নে আছে শিল্পী শ্রীমতি সুজাতা মুখার্জী।
মহালয়ায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাজের পুজোর পথচলা। অষ্টমী ও নবমী, এই দুই দিন ব্যাপি, পুজো কমিটির তরফ থেকে সকল পল্লীবাসী তথা দর্শনার্থীদের জন্য পোংতিভোজনের আয়োজন করা হয়, যেখানে কমপক্ষে প্রায় ১০ হাজার মানুষের রান্না করা হয়। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোতে উঠে নামতে পারেন, হয় কালিঘাট, নয় রবীন্দ্র সরবর, নয় মহানায়ক উত্তম কুমার। তারপর বাস বা অটো করে বেহালা চৌরাস্তা, সেখান থেকে ফের বাস বা অটো ধরে শিবরামপুর বাস স্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ।