শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

শততমত বর্ষ পার করেছেন বা পার করবে এমন দুর্গা পুজো ক্লাব কলকাতায় খুব কম পাওয়া যায়। জমিদার বাড়ি বা বনেদিবাড়ির পুজো ছাড়া তেমন ভাবে কোনও পুজোই খুঁজে পাওয়া যাবে না যারা শততম বর্ষ পেরিয়ে গেছেন। সেই হাতে গোনা কয়েকটি পূজা কমিটির মধ্যে একটি হল শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিও-এ উপস্থিত ছিল সেই পূজা কমিটির হিসাবরক্ষক রবিন পাঠক, বিজ্ঞাপনদাতা স্বপন ব্যানার্জী ও সহ সম্পাদক পীযুশ ব্যানার্জী।

সঞ্চালক রীয়ার সাথে তাদের পুজোর বিষয়ে জানলাম আমরাও। এক সময় পুরোনো কলকাতার বোনেদিবাড়ি হালদার পরিবার এই পুজো শুরু করে, সময়ের সাথে সেই একান্নবর্তী পরিবারের সদস্য কমে যেতে থাকলে ধীরে ধীরে অর্থের অভাবে প্রায় শেষ হতে বসেছিল এই পুজো যখন শিবপুর ষষ্ঠীতলা এই পুজোর দায়িত্ব নেন। তারপর থেকে ৯৪ বছর হয়ে গেল তারা এই পুজো করে চলেছেন। আর ৯৪তম বর্ষে তাদের থিম “উত্তরণ”। কণ্য ভ্রুন হত্যার বিরুদ্ধে সমাজের কাছে বার্তা পৌঁছে দিতেই এই থিম বেল জানান তারা।

তাছাড়াও এক বহু প্রাচীন খেলাও তুলে ধরেছেন তারা, তাদের থিমের মাধ্যমে, য মন্ডপে গেলেই দেখতে পাওয়া যাবে বলে জানান তারা। পঞ্চমীতে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের ২০১৯ শারদোৎসবের শুভ সূচনা। সপ্তমি, অষ্টমী, নবমী ও দশমী, এইচারদিনই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তবে দশমীর বিশেষ আয়োজনে ‘নর নারয়ণ সেবার’-র সেবার মাধ্যমে প্রায় ১২০০ লোক মায়ের ভোগ গ্রহণ করে থাকেন। একাদশীর দিন পূজা কমিটির তরফ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর দ্বাদশীতে বিসর্জন। দমদম বা কবি সুভাষ গামী যে কোনও মেট্রো-এ উঠে রবীন্দ্র সদন, সেখান থেকে বাস ধরে বিদ্যাসাগর সেতু হয়ে  পশ্চিমবঙ্গ সরকারে প্রধান কার্যালয় ‘নবান্ন’-র নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...