জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল দক্ষিণ কলকাতার অন্যতম সেরা একটি ক্লাব। পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক সিঞ্চিতার সাথে উপস্থিত ছিল শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাধারণ সদস্য শ্রীমতি সংগীতা দে এবং কোষাধ্যক্ষ শ্রী শংকর ঘোষ। ৮৩ তম বর্ষে দাঁড়িয়ে তারা জানালেন ক্লাবের গড়ে ওঠার কথা। তারা জানালেন, একসময় এক জোড়া শিবলিঙ্গের অধিষ্ঠান ছিল এই স্থানটিতে। মনে করা হয় ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত এখানে। সেই মন্দিরেই চালু হয়েছিল দুর্গাপূজা। ধীরে ধীরে পুজো বড় হওয়ার সাথে সাথে মন্দিরের বাইরে পুজো হতে শুরু করে। তৈরী হয় শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
ক্লাবের পক্ষ থেকে থিম সম্পর্কে প্রকাশ্যে কিছু না জানালেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র দড়ির ব্যবহারে সজ্জিত হচ্ছে মণ্ডপ। শুধুমাত্র পাটের দড়িই নয়। এরসাথে কাপড়ের দড়ি, পাড়ের দড়ি এবং কাগজের দড়িও ব্যবহৃত হচ্ছে মণ্ডপে। পুজোর পাশাপাশি এই ক্লাবের পক্ষ থেকে চালানো হয় একটি সান্ধ্যকালীন স্কুল।তার সাথে সেই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয় বইখাতা থেকে শুরু করে তাদের টিফিন পর্যন্ত। পুজোর দিনগুলিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন কুইজের। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর কটিদিন পাড়ার সকলের জন্য খাবারের ব্যবস্থাও করা হয় ক্লাবের পক্ষ থেকে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মন্ডপের সামনে রাখা হচ্ছে পুলিশ ফোর্স। ক্লাবের নিজস্ব ভলেন্টিয়ার ছাড়াও এজেন্সি থেকে আনা হচ্ছে সিকুরিটি গার্ড। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার জন্য মণ্ডপে অগ্নি নির্বাপন যন্ত্র ছাড়াও রাখা থাকছে বেশ কিছু ফায়ার ফাইটার। এই মণ্ডপটিতে যেতে গেলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রো স্টেশনে করে এসে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথে পৌঁছাতে হবে লেক টেম্পল রোডে। সেখানেই দেখতে পাবেন মণ্ডপটি। আপনাদের সুবিধার জন্য দেওয়া হলো ক্লাবের ঠিকানা ২৫, লেক টেম্পল রোড, লেক রেঞ্জ, কালীঘাট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ৭০০০২৯।