এই জন্মাষ্টমীতে আসছে 'গোত্র'

বছরে একটির বেশি ছবি পরিচালনা করেন না শিবপ্রসাদ ও নন্দিতা জুটি। তবে সেই রেকর্ড এবার ভাঙতে চলেছে। ভাঙতে চলেছে বললে বরং ভুল বলা হবে। বলা উচিত নিজেরাই ভাঙছেন। চলতি বছরেই মুক্তি পেয়েছে উইন্ডোজ-এর ব্যানারে ‘মুখার্জী দা’র বউ’ এবং ‘কণ্ঠ’। ‘মুখার্জী দা’র বউ’ অবশ্য পৃথা চক্রবর্তী পরিচালিত এবং উইন্ডোজ প্রযোজিত। তবে, কণ্ঠ’ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত। আর এবার পালা ‘গোত্র’। ‘গোত্র’ও এই পরিচালকদ্বয়ের সৃষ্টি। এই বছরের অগাস্ট মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে শুভমুক্তি এই ছবির। আজ ডিজিটাল প্ল্যাটফর্মে লোগো লঞ্চ হল এই ছবির

একবিংশ শতকে দাঁড়িয়ে আজ আর কেউ কার কী গোত্র, কার কী জাত, সমগোত্রে বিবাহ এই সব নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। তবু কেন এমন এক বিষয় ভাবলেন এই পরিচালকজুটি? প্রশ্নের উত্তর পেতে একটু অপেক্ষা করতেই হবে। কারণ এক্ষুণি কোনও কিছু খোলসা করা হবে না বলে জানানো হয়েছে প্রজোজনা সংস্থার তরফে। তবে, ছবির লোগোতে আছে চমক। সচেতন মানুষ লোগো দেখলেই আন্দাজ করতে পারবেন অনেককিছু। একাধিক ধর্মের Symbol রয়েছে সেখানে। ফলে, এই ছবিতে জাত পাতের বিষয়টি আসবে এমন ভাবনা আমাদের সাধারণ চোখে উঠে আসতেই পারে। কিন্তু সবটাই অধরা।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...