ফিরে পাওয়া অমিত-লাবণ্য

 

শেষের কবিতা’ যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে চলেছেন বাংলার দুই পরিচালক। অনঞ্জন মজুমদার বানাচ্ছেন শর্ট ফিল্ম অবশেষের গল্প’ আর জিত চক্রবর্তী বানাচ্ছেন শেষের গল্প’ বিষয়টা কাকতালীয়। যে যার ভাবনায় বানাচ্ছেন এই ছবি। ‘অবশেষের গল্প’ শর্ট ফিল্ম আর ‘শেষের গল্প’ পূর্ণ দৈর্ঘ্যের ছবি।দুটি ছবিতে অমিত আর লাবণ্য আসছে দু’রকমভাবে। অবশেষের গল্পে অমিত হাত ধরে কেতকীর, লাবণ্য হাত ধরে শোভনলালের। ২৫ বছর পর দেখা হয় অমিত লাবণ্যর। এরপর কী হয় সেটাই দেখানো হবে ছবিতে।

ওদিকে ‘শেষের গল্প’তে অমিত আর লাবণ্যর ২৫ বছর পর ফের দেখা হয় এক বৃদ্ধাশ্রমে। একইভাবে এই ছবির আরও দুটি চরিত্র আকাশ আর কুহু। এদেরও জীবন খানিকটা অমিত আর লাবণ্যর মতো। এদের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে হলে দেখতে হবে ‘শেষের গল্প’।

এই ছবিতে অমিতের চরিত্রে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লাবণ্যর চরিত্রে মমতা শঙ্কর। এ ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায়, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, অর্ণা মুখোপাধ্যায়, দুর্গা সাঁতরা প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালক জয় সরকার। গান লিখেছেন রাজীব চক্রবর্তীগান গাইছেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, সোমলতা আচার্য। শেষের গল্পে এই প্রথম দ্বৈত কণ্ঠে গান গাইছেন নচিকেতা এবং কৌশিকী চক্রবর্তী। ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার সৌম্যজিত গাঙ্গুলি।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...