বাঙালি হয়ে আসছেন শার্লক! হ্যাঁ আপনি যেই শার্লকের কথা ভাবছেন ইনি সেই ‘শার্লক হোমস’ই। তবে, দেশী হিসেবে অর্থাৎ বাঙালি গোয়েন্দা হিসেবে। তাই নাম তাঁর ‘শেখর হোম’।
টলিউডের অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ। আর সেখানে দেখা যাবে ডিটেকটিভ ‘শেখর হোমস’ কে। প্রায় বহু দিন ধরে চর্চায় রয়েছে এই সিরিজটি নিয়ে। জানা গিয়েছে যে এই সিরিজের প্রযোজনায় রয়েছে বিবিসি। জনপ্রিয় এক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে শার্লকের এই ভারতীয় সংস্করণের গোটা দায়িত্ব সৃজিতের কাঁধে।
এছাড়া জানা গিয়েছে এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছে বলি অভিনেতা কে কে মেনন। শার্লকের বন্ধু ওয়াটসনের আদলে তৈরি চরিত্রের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। এছাড়া থাকছেন রসিকা দুগ্গল। শুধু এখানেই শেষ নয়, টলি অভিনেতা রুদ্রনীল ঘোষ থাকতে চলেছেন এই সিরিজে। অভিনেতা কৌশিক সেনকে দেখা যাবে শার্লকের ভাইয়ের ভূমিকায়।
কলকাতা সহ বাংলার বহু জায়গায় শ্যুটিং-এর কাজে দেখা গিয়েছিল ‘শেখর হোমস’-এর টিম। ফের কলকাতার কলেজ স্রিট এলাকায় দেখা গেল শার্লক হোমস ও তাঁর বন্ধু ওয়াটসনকে। গতকাল অর্থাৎ রবিবার সকালে কেশব সেন স্ট্রিট চত্বরে দেখা গেল সেই জুটিকে।
তবে, এই সিরিজটি কবে আসতে চলেছে দর্শকদের সামনে, তা এখনও জানা যায়নি।