কাছের মানুষের থেকে দূরে থাকতে কার ভালো লাগে বলুন? তা সে যতই একটি সারমেয় হোক না কেন। মালিকের কাছ থেকে বিচ্ছিন্ন সারমেয় ফেরার জন্য কতটা কষ্ট করতে পারে তা সবারই জানা। অনেকসময় নানান প্রতিকূল পরিবেশে পড়ে মালিক বাধ্য হন তার প্রাণের প্রিয় সারমেয় কে অন্য কারোর কাছে রেখে আসতে। অনেক সময় পোষ্যের কলারে মাইক্রোচিপ না লাগানো থাকলে হারিয়েও যেতে পারে সেই পোষ্য। সেইরকম হারিয়ে যাওয়া পোষ্য 'বেলা'-কে নিয়েই হলিউডে তৈরী হয়েছিল একটি ছবি। 'আ ডগ'স ওয়ে হোম' নামক সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল এক সারমেয়। মালিকের থেকে বিচ্ছিন্ন সারমেয় শেষ পর্যন্ত সব পরিস্থিতি সামলে কিভাবে তার মালিকের কাছে পৌছালো সেটাই ছিল গল্পের বিষয়বস্তু।
এই সিনেমাটিতে বেলার চরিত্রে অভিনয় করেছিল 'শেলবি' নামক এক সারমেয়। রাস্তার ধার থেকে বছর দুয়েক আগেই উদ্ধার করা হয়েছিল এই শেলবিকে। শরীর দুর্বল হলেও মানুষ দেখলে তার ছোট্ট লেজটি নাড়তে সে কখনোই ভুলতো না। খুব কম দিনেই মানুষের মনের বড় কাছের হয়ে ওঠে 'শেলবি'। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী, 'পজ ফর এফেক্ট' (paws for effect) নামক একটি সংস্থা যারা সারমেয়দের অভিনয়ের প্রশিক্ষণ দেন তারা শেলবির ছবি দেখে তাকে পরবর্তী ছবির মুখ্য চরিত্রের জন্য নির্বাচিত করেন। এরপর তাকে নিয়ে আসেন 'ডেবি পার্ল'। শুরু হয় হলিউডের দরজায় প্রথম পদক্ষেপের কাজ। শ্যুটিং হয় 'আ ডগ'স ওয়ে হোম'এর।
সম্প্রতি রিলিজ করেছে এই ছবিটির ট্রেলার। রিলিজের সাথে সাথেই সকলের মন জয় করে ফেলেছে ছোট্ট শেলবি। জনপ্রিয়তার জোয়ারে ভেসে শেলবিই এখন 'দ্য হলিউড স্টার'। এর আগেও সারমেয়দের নিয়ে অনেক সিনেমা হয়েছে কিন্তু শুধু ট্রেলার দেখেই সকলের এত আগ্রহ অর্জন করতে পারেনি কোনো সারমেয়, দাবি নেটিজেনদের।
ছবির অভিনয় শেষ করে আপাতত বিশ্রামে আছে শেলবি। তার মাঝে মাঝে সে 'থেরাপি ডগ' হিসাবেও কাজ করে চলেছে। রাস্তার ধার থেকে তুলে আনা শেলবিই শোনাবে জীবনে হার না মানার এক কঠিন গল্প- আশা সবার।