ভাঙল ৩০ বছরের রেকর্ড

 

কথায় বলে 'রেকর্ডস আর মেন্ট টু বি ব্রোকেন' অর্থাৎ রেকর্ড সৃষ্টিই হয় তা ভাঙার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে এমনই আরও একটি রেকর্ড ভাঙতে দেখল গোটা ভারতবাসী। যেই রেকর্ডের অধীকারী ছিলেন স্বয়ং ক্রিকেটের ভগবান শচীন তেন্দুলকার১৯৮৯ সালে পাকিস্তানের ফাইলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অর্ধশতরান করে, ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করার রেকর্ড করেন মাস্টার ব্লাস্টার। তখন তার বয়স ছিল ১৬ বছর ২১৪ দিন। তার ঠিক ৩০ বছর পর ২০১৯ সালে সেই রেকর্ডের অধিকারী হলেন ভারতের মহিলা টি-২০ ক্রিকেটার শেফালি ভার্মা। রবিবার ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে যখন তিনি অর্ধশতরান করেন তখন তার বয়স ছিল ১৫ বছর ২৮৫ দিন। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই দ্বিতীয় ক্রিকেটার যে এই রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেটার কভিসা এগোডাজে। তিনি যখন এই রেকর্ড করেন তখন তার বয়স ছিল ১৫ বছর ২৬৭ দিন। তবে শুধুই কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করার রেকর্ডই নয়, কনিষ্টতম খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার রেকর্ড ও এখন তারই দখলে। অক্টোবর মাসে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচে অভিষেক হয় তাঁর।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...