মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায় বাঙালির আবেগ। এবার পুজোয় প্রায় ১৬ বছর পর পর্দায় ফিরছেন তাঁরা। ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস এবং সোহম এন্টারটেইনমেন্টস-এর নতুন ছবি ‘শাস্ত্রী’।
১৯৭৬ সালে ‘নদী থেকে সাগরে’ ছবিতে এই জুটিকে প্রথম দেখা গেছিল, আর তারপর ‘ত্রয়ী’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’ ইত্যাদি ব্লকবাস্টার হিট সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন তারা। এবার প্রায় ১৬ বছর পর তাদের একসাথে দেখা যাবে ‘শাস্ত্রী’ ছবিতে। যেখানে দেবশ্রী রায় রয়েছেন মিঠুন চক্রবর্তীর স্ত্রী-এর ভূমিকায়। এপ্রসঙ্গে দেবশ্রী রায় বলেন, “মিঠুন দার সঙ্গে কাজ করা সবসময় মজাদার, কারণ তিনি আমার পরিবারের মতো। একসময় দর্শক আমাদের জুটিকে ভালোবাসতেন, এবং আমি আশা করছি তারা আবারও আমাদের প্রতি সেই ভালোবাসা দেখাবেন।”
এই ছবি পরিচালনা করেছেন পথিকৃত বসু এবং সঙ্গীতে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এখানে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্ত এবং আয়ুষ দাস সহ নানান কলাকুশলী।
ছবিতে মিঠুন চক্রবর্তীকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তার একটি লুক একজন সংগ্রামী মানুষের। বাস্তবতার সাথে সংগ্রাম করা এক নিপীড়িত শ্রমজীবী শ্রেণির মানুষ হিসেবে। দ্বিতীয় চরিত্রে তার প্রকাশ ‘শাস্ত্রী’ রূপে। তখন সে তার অত্যাচারীদের থেকে প্রতিশোধ নিতে সক্ষম। আবার শাস্ত্রীতে রূপান্তরের পরও তার তিনটি ভিন্ন লুক রয়েছে। প্রথমটি একজন বাবা, তারপর একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এবং শেষ পর্যন্ত একজন ত্রাণকর্তা। অন্যদিকে এই ছবিতে সোহম চক্রবর্তীর চরিত্র একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবে। সে তাদের বিরুদ্ধে লড়াই করে, যারা জ্যোতিষশাস্ত্রকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং কুসংস্কার প্রচার করে।
সুরিন্দর ফিল্মস এবং সোহম এন্টারটেইনমেন্টস এই ছবির ফাস্ট লুক প্রকাশ করেছে। নির্মাতাদের প্রত্যাশা, এই ছবি দর্শকদের মন জয় করে নেবে।