সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন শশী থারুর

ইংরেজি সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন  শশী থারুর।পশ্চিমবঙ্গ থেকে সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন প্রাবন্ধিক অধ্যাপক চিন্ময় গুহ। তাঁর নিবন্ধ সংকলন ‘ঘুমের দরজা ঠেলে’র জন্য।  

কংগ্রেস সাংসদ  শশী থারুর ‘অ্যান এরা অফ ডার্কনেস: দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া’-এর জন্য সম্মানিত হচ্ছেন। বইটি প্রকাশিত হয় ২০১৬ সালে। বইটিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ কীভাবে ভারতে শোষণ করেছিল সেই প্রসঙ্গ আছে বিস্তারিতভাবে।  

chin

চিন্ময় গুহর নিবন্ধ সংকলনটি এক সময় একতি বাংলা দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।  ক্ল্যাসিক সাহিত্যের মধ্যে পড়ে এরকম সাহিত্যিকদের  সৃষ্টিশীলতা, আর্তি, মানসিক দ্বন্দ্ব, উঠে এসেছিল চৌষট্টিটি রচনায়। শেক্সপিয়র থেকে শুরু করে রবীন্দ্রনাথ, মার্লো, ভিক্তর য়্যুগো, ভলতের, কোলরিজ, শেলি, বঙ্কিমচন্দ্র, এডগার অ্যালান পো, রম্যাঁ রলাঁ  সকলেই চরিত্র হয়ে উঠেছেন লেখকের  দৃষ্টিতে।   

সাহিত্য একাডেমির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়েছে,  সাহিত্যে অবদানের জন্য এবার ২৩টি ভাষায়  সাহিত্য অকাদেমি পুরস্কার দেওয়া হচ্ছে। হিন্দি কবিতার বই ‘ছিলাতে হুয়ে আপনে কো’-র জন্য পুরস্কার পাচ্ছেন কবি নন্দকিশোর আচার্য। সাঁওতালি ভাষায় লেখা ছোট গল্প সংকলন ‘শিশিরজালি’-র জন্য সাহিত্য অকাদেমি পাচ্ছেন গল্পকার কালীচরণ হেমব্রম। 

আগামী বছর ফেব্রুয়ারি মাসে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার মূল্য এক লক্ষ টাকা।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...