ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথি শর্মিলা ঠাকুর, শেখ হাসিনার সাথে কি কথা হল তাঁর?

গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের সেই উৎসবেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এছাড়া বুধবার বিকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছেন তিনি।

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর অপর্ণা খুবই জনপ্রিয়।

জানা গিয়েছে যে ১৯ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাংলাদেশে পৌঁছন শর্মিলা। এই উৎসবে তিনি বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন।

Sharmila-Tagore-Sheikh-Hasina-2

এরপর বুধবার শর্মিলা সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করতে যান। সেখানে শর্মিলা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরিচালক সোহিনী ঘোষ।

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য শাহরিয়ার আলম ও ‘রেনবো ফিল্ম সোসাইটি’র সভাপতি আহমেদ মুজতবা জাবাল।  

শর্মিলার সাথে শেখ হাসিনার কি কথা হয়েছে? নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, সূত্রের খবর, জানা গিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দুই দেশের সিনেমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন শর্মিলা।

জানা গিয়েছে যে রেনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

দীর্ঘ ১৪ বছর পর আবার টলিউডের ছবিতে ফিরেছেন বাংলার শর্মিলা। জানা গিয়েছে যে সুমন ঘোষের পরিচালনায় ‘পুরাতন’ ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ছবির শুটিং করতেই সম্প্রতি কলকাতায় বেশ কয়েক সপ্তাহ ছিলেন অভিনেত্রী। এই ছবিতে শর্মিলা ছাড়াও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, বৃষ্টি রায়, একাবলি খন্না, প্রমুখ। আরও জানা গিয়েছে যে মা ও মেয়ের গল্প নিয়েই তৈরি হবে এই ছবিটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...