বর্তমান ভারতীয় ক্রিকেটে দল যদি কোনও সেরা ওপেনার পেয়ে থাকে তাহলে তিনি হলেন রোহিত শর্মা। সে ওডিআই হোক বা টেস্ট কিংবা টি-২০, ওপেনার হিসাবে রোহিতের জুড়ি মেলা ভার। সম্প্রতি শেষ হওয়া ভারত বনাম দক্ষিন আফ্রিকা টেস্ট সিরিজে আরও একবার প্রমাণ পাওয়া গেল তার ব্যাটিং পারফরম্যান্সের। একদিকে যেখানে কোহলি ও পুজারার মত সেরা ব্যাটসম্যানরা যখন দক্ষিন আফ্রিকার বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাড়াতে পারছিল না, সেখানে একাহাতে ভারতের ব্যাটিং সামলেছেন তিনি। করেছেন ২১২ রান। তবে শুধু দ্বিশতরান-ই না, সেই টেস্টে এক নতুন রেকর্ডের অধিকারী হয়েছেন হিটম্যান। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ৭১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। ঘরের মাঠে ব্র্যাডম্যানের ব্যাটিং অ্যাভারেজ ছিল ৯৮.২২, সেখানে রোহিত শর্মা তার দ্বিশতরানের ওপর ভর করে তার ব্যাটিং অ্যাভারেজ দাড়ায় ৯৯.৮৪। যা ব্যাডম্যানের থেকে ১.৬২ রান বেশি। পরবর্তী টেস্ট ম্যাচে। যদিও বা ১০টি ম্যাচের ওপর ভিত্তি করে এই রেকর্ডের হিসাব করা হয়েছে, তবুও তার ব্যাটিংয়ের ওপর ভর করেই যে ভারত তৃতীয় টেস্টে জয় পেয়েছে তা অস্বীকার করা যায় না। ব্র্যাডম্যানের রেকর্ড ছাড়াও আরও একটি রেকর্ডের অধিকারী হয়েছেন হিটম্যান। দ্বিপার্শ্বিক সিরিজে সবচেয়ে বেশী ছয় মারার রেকর্ডের-ও অধিকারী তিনি। ২০১৮-১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরণ হেটমায়ারের ১৫টি ছয় মারার রেকর্ড ছিল, সেখানে ১৬টি ছয় মেরে নতুন রেকর্ড সৃষ্টি করল ‘রো-হিটম্যান শর্মা’।