বিশ্বভারতীর শ্রীনিকেতন প্রাঙ্গনে আজ থেকে শুরু হতে চলেছে মাঘোৎসব। ৯৭তম মাঘোৎসব শ্রীনিকেতনের অন্যতম বার্ষিক উৎসব। রবীন্দ্র নাথ ঠাকুর ১৯২২ সালে শ্রীনিকেতন কুঠিবাড়িতে গ্রাম পুণর্গঠন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই দিনটিকে উদযাপন করতে শ্রীনিকেতন প্রাঙ্গনে প্রতিবছর অনুষ্ঠিত হয় মাঘোৎসব। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অবধি মেলা প্রাঙ্গনে নানা ধরনের কৃষি পণ্য, হস্ত শিল্প সামগ্রী, পল্লী সম্প্রসারণ কেন্দ্রের বিভিন্ন স্টল নিয়ে সেজে ওঠে মাঘোৎসব।
রবি ঠাকুর চেয়েছিলেন কর্মমুখী শিক্ষার প্রচলন করতে। পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দিয়ে তাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তিনি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন। নিজ গ্রাম এবং পাশাপাশি অঞ্চলের বাসিন্দাদেরও এই কাজে অংশগ্রহণ করিয়ে প্রশিক্ষণ দেবার কথা ভেবেছিলেন তিনি। বিভিন্ন রকম হস্ত শিল্প, কৃষি শিল্প সংক্রান্ত প্রশিক্ষণ ও প্রদর্শনী ঘিরেই তখন গড়ে উঠেছিল মাঘোৎসব। তারপর থেকে প্রতি বছর মাঘোৎসবে এই প্রদর্শনী অনুষ্টিত হয়ে আসছে। কবিগুরুর সময়ে শরীর চর্চা বা খেলাধুলা চর্চার তেমন প্রচলন ছিলনা। তখন তাঁরই উদ্যোগে গ্রামে তৈরী হতো ব্রতী দল। সেই দল থেকে শ্রীনিকেতন এলাকার বিভিন্নগ্রামে একজন করে ব্রত নায়ক এবং ব্রতী নায়িকা নির্বাচিত হত। তাঁদের কাজ ছিল গ্রামবাসীদের খালি হাতে ব্যায়ামের অভ্যাস করানো। মাঘোৎসবের প্রথম দিনে এই ব্রতী দলের মেয়েরা প্রদর্শনী করে থাকে।
মাঘোৎসবের সূচনা হয় সকাল ৮টা থেকে। প্রদীপ প্রজ্জলন, বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্র সঙ্গীত, এবং বিভাগীয় প্রতিবেদন পাঠের মাধ্যমে পর্যায়ক্রমিক ভাবে সূচনা হয় মাঘোৎসবের। এই উৎসবে একটি বিশেষ আকর্ষণ, প্রদর্শনীর জন্য আসা নানাধরনের কৃষি শিল্প আর তার আকার-আয়তন এর সমাহার। হস্ত শিল্পের পাশাপাশি এই উৎসবে নিজের হাতের তৈরী নানা পদের আয়োজন নিয়ে পড়ুয়ারা সাজিয়ে তোলে নানা স্টল। এই বছরেই মাঘ মেলায় শ্রীনিকেতন প্রাঙ্গন সেজে উঠবে প্রায় ১২৫ টি স্টলের বাহারে। মেলার দ্বিতীয় দিনে সাধারণত আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া না হলেও এবারের বিশেষ সংযোজন হতে চলেছে সংশোধনাগারের ১৫ জন আবাসিক দলের নৃত্য প্রদর্শনী। সংশোধনাগারের আবাসিকদের আঞ্চলিক নৃত্য প্রদর্শনীর এই অনুষ্ঠান এ বারেই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। মেলা প্রাঙ্গনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে বিশ্বভারতীর নিজস্ব কর্মীরাই কর্মরত থাকেন। এছাড়াও জেলা পুলিশ কতৃপক্ষের তরফ থেকেও কর্মী মোতায়েন করা হয়।