Shantanu Naidu: টাটা মোটরসের গুরুত্বপূর্ণ পদে বসলেন প্রয়াত শিল্পপতি রতন টাটার বন্ধু শান্তনু নায়ডু

টাটা মোটরসের গুরুত্বপূর্ণ পদে বসলেন প্রয়াত শিল্পপতি রতন টাটার বন্ধু শান্তনু নায়ডু। সংস্থার জেনারেল ম্যানেজার হিসাবে নিযুক্ত হলেন তিনি। শিল্পপতি রতন টাটার সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল শান্তনুর।

মঙ্গলবার লিঙ্কডিনে ন্যানো গাড়ির সঙ্গে নিজের ছবি পোস্ট করে শান্তনু লেখেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, টাটা মোটরসের জেনারেল ম্যানেজার, হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস্’ হিসাবে নিযুক্ত হয়েছি আমি। আজ একটা বৃত্ত সম্পূর্ণ হল।’’

রতন টাটা ও শান্তনুর মধ্যে বয়সের পার্থক্য ছিল প্রায় ৫৪ বছরের। কিন্তু বয়স তাদের বন্ধুত্বের মাঝখানে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের। এমনকি রতন টাটার শেষ সময়েও তাঁর ছায়াসঙ্গী ছিলেন শান্তনু। ৮৬ বছর বয়সী শিল্পপতির প্রয়াণে শান্তনু বলেছিলেন যে, তিনি গুরুকে হারালেন।

জানা যায়, তাদের বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল পশুপ্রেমকে কেন্দ্র করে। শিল্পপতি রতন টাটার পশুপ্রেম সর্বজনবিদিত। আর সেই সূত্র ধরেই রতন টাটার সঙ্গে শান্তনুর বন্ধুত্ব হয়। পথকুকুরদের সুরক্ষা নিয়ে শান্তনু কাজ করত। তার ইচ্ছে ছিল, পথকুকুরদের আলো জ্বলা কলার পরানো হবে, যাতে রাতের অন্ধকারেও তাদেরকে চিহ্নিত করা যায়। এই উদ্যোগের কথা জানতে পেরে রতন টাটা যোগাযোগ করেন শান্তনুর সঙ্গে। এরপর থেকেই দুজনের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। জানা যায়, রতন টাটার উইলেও নাম ছিল শান্তনুর।

শান্তনু পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এক সময় তিনি টাটা এলেক্সিতে কাজ করতেন। আর এবার, টাটা মোটরসের জেনারেল ম্যানেজার তথা ‘হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস্’ হিসাবে নিযুক্ত করা হল তাঁকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...