Shankha Air: দেশে চালু হতে চলেছে নতুন এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’, জেনে নিন বিস্তারিত

বর্তমানে কম সময়ে দূরে যাতায়াত করার জন্য সাধারণ মানুষের বিমানকেই বেছে নেয়। এবার সেই সুবিধার্থে দেশে চালু হতে চলেছে নতুন এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’। উত্তর প্রদেশ থেকে চালু হওয়া প্রথম বিমান সংস্থা হতে চলেছে এটি। এই কোম্পানির উদ্দেশ্য হল ছোট শহরগুলিকে এয়ার রুটে জোড়া। বিশেষজ্ঞদের মতে, এই এয়ারলাইন্স চালু হলে ইন্ডিগোর মতো সংস্থাগুলি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

 

হাইলাইটসঃ
১। চালু হতে চলেছে নতুন এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’
২। এটি সম্পূর্ণ সার্ভিস এয়ার লাইন সংস্থা হিসাবে কাজ করবে
৩। লখনউ, বারাণসী, গোরখপুর শহরে পরিষেবা চালু হতে পারে

‘শঙ্খ এয়ার’ শঙ্খ অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের অন্তর্গত। এমন অনেক শহর রয়েছে যেখানে বিমান পরিষেবা উন্নত নয়। সেই সব অঞ্চলে বিমান পরিষেবা চালু করবে ‘শঙ্খ এয়ার।’ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বেসরকারি বিমান পরিবহণ মন্ত্রক এই সংস্থাকে ছাড়পত্র দিয়েছে। কিন্তু ডিজিসিএ-এর অনুমতি এখনও মেলেনি।

এই কোম্পানি সম্পূর্ণ সার্ভিস এয়ার লাইন সংস্থা (Full Service Airlines) হিসাবে কাজ করবে। প্রাথমিকভাবে তারা লখনউ, বারাণসী, গোরখপুরের মতো শহরে তাদের পরিষেবা চালু করতে চাইছে। কারণ, এই সব অঞ্চলে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত এয়ারলাইন পরিষেবা নেই। সংস্থার প্রধান কার্যালয় হবে লখনউ এবং নয়ডায়। তবে আপাতত ঘরোয়া বিমান পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে এই সংস্থা। প্রাথমিকভাবে তারা নিউ জেনারেশনের বোয়িং 737-800NG ন্যারো বডি প্লেন চালানোর পরিকল্পনা করেছে।

শঙ্খ এয়ারের কর্ণধার হলেন শ্রাবণ কুমার বিশ্বকর্মা। তিনি ২০২২ সালে ‘শঙ্খ এজেন্সি প্রাইভেট লিমিটেড’ নামে একটি কোম্পানি শুরু করেছিলেন। যে সংস্থা মূলত নির্মাণ সামগ্রী, সীসা, সিরামিকের কাজ করে। এর প্রধান কার্যালয় রয়েছে লখনউতে। শ্রাবণ ছাড়াও কোম্পানির দুই জন ডিরেক্টর হলেন অনুরাগ ছাবরা এবং কৌশিক সেনগুপ্ত। কোম্পানির দাবি, গ্রাহককে সাশ্রয়ী মূল্যে উন্নত পরিষেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, মাত্র ১১ মাস আগে গোমতীনগরের ঠিকানায় রেজিস্ট্রেশন করেছে শঙ্খ অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির কর্পোরেট শনাক্তকরণ নম্বর হল U51100UP2023PTC191522৷ এই বেসরকারি কোম্পানির শেয়ার মূলধন হল ৫০ কোটি টাকা। আশা করা যায়, আগামী কয়েক মাসের মধ্যেই ‘শঙ্খ এয়ার’ –এর পরিষেবা পাবে সাধারণ মানুষ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...