মাঠে আর দেখা যাচ্ছে না তাঁকে। শেষ খেলেছিলেন গতবছরের ওয়ান ডে বিশ্বকাপ। সেখানে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ৭ ম্য়াচে তুলে নিয়েছিলেন ২৪ উইকেট। কিন্তু হঠাৎ খেলছেন না কেন টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার মহম্মদ শামি?
জানা গিয়েছে লন্ডনে রয়েছেন তিনি। সেখানে থেকে অবশেষে অস্ত্রোপচার হল তাঁর। নিজের সোশ্য়াল মিডিয়ায় সে কথা নিজেই জানালেন শামি। হাসপাতালের বেডে শুয়ে নিজের ছবি পোস্ট করে তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনে সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে।''
আগেই জানা গিয়েছিল যে চলতি বছরের গোটা আইপিএল থেকে সরে এসেছেন শামি। তাঁর কারণ ছিল এটাই। তাঁর মতে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে। এই বিষয়টি নিজেই সকলকে জানিয়ে দিয়েছেন শামি।
গতবছরের ওয়ান ডে বিশ্বকাপে প্রথম থেকে সুযোগ পাননি শামি। হার্দিক পাণ্ডে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর টুর্নামেন্টের মাঝপথে সুযোগ পান তিনি। আর এরপরেই সেই সুযোগকে হাতছাড়া করেননি তিনি। বাজিমাত করে দেন! গোড়ালির ব্যথা নিয়েই গোটা টুর্নামেন্টে দুরন্ত বোলিং করে গিয়েছেন। দুটো ম্য়াচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলার সময় ভারত দলে ছিলেন না মহম্মদ শামি। তখনই সবাই আন্দাজ করতে পারছিলেন না থাকার কারণটা। ভাবছিলেন বিশ্রামের পর হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিরবেন তিনি। কিন্তু সিরিজের প্রথম দুটো টেস্টের দল ঘোষণা করার সময় শামির নাম ছিল না সেখানে। আর পরে বাকি তিন টেস্টের দল থেকেও তাঁকে সরিয়ে রাখা হয়।
এরই মাঝে শামি জানিয়েছিলেন যে লন্ডনে অস্ত্রোপচারের জন্য যাবেন তিনি। কারণ তাঁর চিকিৎসক জানিয়েছিলেন যে ঔষুধ খাওয়ার পরও পুরোপুরি চোটমুক্ত হননি শামি। তাই তাঁকে অস্ত্রোপচার করতে হয়। সম্প্রতি ছবি দেখে বোঝাই যাচ্ছে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পুরোপুরি সুস্থ হয়ে আবার কবে মাঠে নামবেন তা এখনও জানা যায়নি।