আইসিসি ব়্যাঙ্কিয়ে উন্নতি

আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে সেরা স্থান অর্জন করলেন পেসার মহম্মদ শামি ও মায়াঙ্ক আগরওয়াল। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে, প্রতিপক্ষ কে এক ইনিংস ও ১৩০ রানে হারানোর পর, এই শিরোপা  অর্জন করলেন ভারতের এই দুই তারকা। এক ইনিংসে ২৪৩ রান ছাড়াও বিগত ৮টি টেস্ট ম্যাচে ৮৫৮ রান করে ১১নম্বর স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৭ রানে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন শামি। এছাড়াও ৭৯০ পয়েন্ট সংগ্রহ করে একজন ভারতীয় পেসার হিসাবে রেটিংসের ভিত্তিতে তৃতীয় স্থানের অধিকারী তিনি। প্রথম স্থানে রয়েছে ভারতের কিংবদন্তী অলরাউন্ডার তথা অধিনায়ক কপিল দেব ও দ্বিতীয় স্থানে রয়েছে তৎকালীন বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। তবে বর্তমানে আগরওয়ালের আগে মাত্র ৭ জন ব্যাটসম্যান আছে যারা নিজেদের প্রথম ৮টি ইনিংসে ৮০০ রানের অধিক করেছেন। প্রথম স্থানে আছে স্যার ডন ব্র্যাডম্যান (১২১০ রান), দ্বিতীয় স্থানে রয়েছেন এভার্টন উইকস(৯৬৮ রান) ও তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গভস্কার (৯৩৮ রান)। এছাড়াও ব়্যাঙ্কিয়ের উন্নতি ঘটেছে রবীন্দ্র জাদেজা, ঈশান্ত শর্মা ও উমেশ যাদব-এর। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...