'শাহরুখকে আমি বাংলা শেখাবো'। মঞ্চে দাঁড়িয়ে বললেন। এবং করেও দেখালেন। 'ও আমার দেশের মাটি, তোমার পরে থেকেই মাথা' -লাইনটি ধরে ধরে বললেন শাহরুখকে। 'বাজিগরে'র মা, তাঁর ছেলেকে বাংলা শেখালেন কলকাতায় এসে। স্টেডিয়াম উপচে পড়া ভিড় তখন করতালিতে ফেটে পড়ছে। এভাবেই বাংলার মানুষের মন জয় করে নিলেন রাখি গুলজার। সঞ্চালকদ্বয়কে আগেই বলেছিলেন, তাঁকে যেন বাংলায় ঘোষণা করা হয় মঞ্চে বক্তব্য বলতে আমন্ত্রণ জানানোর সময়। এভাবেই আন্তরিকতায় ভরা ছিল গতকালের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
প্রতিবারের মতোই উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। তবে এবারের নিরাপত্তা একটু হলেও অন্যান্যবারের তুলনায় বেশি ছিল। গ্রাউন্ড এবং গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। অনেকেই যেমন প্রতিবারের মত নিয়ম করে এসেছেন উদ্বোধন দেখতে, তেমনি অনেকেই এসেছেন এবারে প্রথমবার। এসেছিলেন বেহালার অজন্তা সিনেমাহলের কর্ণধারের স্ত্রী ‘শিলা সাহা’ তাঁর ছেলে এবং ছেলের বৌকে নিয়ে। অনুষ্ঠান শুরুর আগে যে মিউজিক বাজছিল, তার ঝঙ্কার শিলা'দিকে মাঝে মাঝে বিরক্ত করে তুলছিল। বলছিলেন, "এরা একটু মিষ্টি বাজনা বাজাতে পারেনা?" তারপর অনুষ্ঠান শুরুর পর শিলা'দির মুখে হাসি ফুটেছিল। উপভোগ করেছিলেন গোটা অনুষ্ঠান।
ছিলেন এবারের উৎসবে নির্বাচিত হওয়া ডকুমেন্টারি ফিল্মের (অগ্নি দহেনা যারে, ১০ নভে. সন্ধ্যে ৭.৩০ মি.) পরিচালক 'শম্পা মিত্র' এবং সেই ছবির প্রোটাগনিস্ট তথা প্রযোজক 'চৈতালি ঘোষ'| খুব উৎসাহী ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। আগেও ৫টা ছবি করছেন যৌথভাবে। এটা ষষ্ঠ ছবি। নিজেদের ছবি উৎসবে দেখানো হবে বলে আপ্লুত। এবারের উদ্বোধনী অনুষ্ঠান শম্পার চলচ্চিত্র উৎসবের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান, কিন্তু চৈতালি এর আগেও একবার এসেছেন বললেন বছর দশেক আগে। তারপর দীর্ঘ বিরতির পর এবারের ফের আসা। দুজনেরই খুব পছন্দ হয়েছে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
এদিন অনুষ্ঠানের সূচনা হয়েছিল তনুশ্রীশঙ্কর ট্রুপের নৃত্য আলেখ্য 'আনন্দ উৎসবে'র মধ্যে দিয়ে। ছিলেন মঞ্চ আলো করা টলিউডের প্রচুর ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গে বলিউডেরও নামকরা ব্যক্তিত্বরা।
শাহরুখ খান যথারীতি প্রায় সমস্ত উৎসবটাই নিজের মহিমায় আসীন ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। এসেছিলেন রাখি, মহেশ ভাট| মুখ্যমন্ত্রী নিজের ভাষণে চলচ্চিত্র জগতের দিক্পালদের নিয়ে আলোচনা করলেন। শারীরিক অসুস্থতার কারনে বিগ বি আসতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ করলেন এবং তাঁর আরোগ্য কামনা করলেন| সৌরভের আরও উন্নতি কামনা করলেন| শাহরুখ কে বললেন, প্রতি বছর ফেস্টিভ্যালে আসতে হবে, কোনও ছুটি মঞ্জুর হবেনা| মহেশ ভাট-কে সাহসী বলে সার্টিফিকেট দিলেন এবং বলিউডের সকলকে আমন্ত্রণ জানালেন দুর্গাপুজোয় এসে এখানকার দুর্গাপুজো দেখতে| এদিন মহেশ ভাট তাঁর বক্তব্যে জানালেন, হাইটেক যুগে মানুষের সংগে মানুষের দুরত্ব বেড়ে যাচ্ছে| সিনেমার পরিচালকরাই পারেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে সদর্থক ভাবনার মাধ্যমে এই সমস্যা থেকে সকল মানুষ তথা সমাজের উত্তরণ ঘটাতে| সৌরভের বক্তব্য ছিল খুব গোছানো| ভোলকার শ্লানডর্ফ, আন্ডি ম্যাকডাওয়েল এবং দুয়ান হানক ছিলেন উত্সবের সম্মানিত অতিথি|
আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বিভিন্ন ছবির প্রদর্শনী| আজ উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে দেখানো হবে বার্ন, দ্য তিন ড্রাম, দ্য পেইন্টেড বার্ড, ক্যাট স্টিকস, দ্য স্যালভেশন, ব্ল্যাক, দ্য মাউস, দ্য সং অফ ব্রেথ, ডেথ অফ আ সেলসম্যান, নসফেরাতু, ফিউনারেল রাইটস, হাভা মারিয়ান আয়েশা, দ্য টেল অফ চন্দ্রাবতী, রেসিন, সিইং, আ সন, সং উইদাউট আ নেম, আ রেগুলার উওমেন, ইয়াং আহমেদ, দ্য অরফ্যানেজ, গল্প হলেও সত্যি, ভানু গোয়েন্দা জহর এসিস্টেন্ট, দ্য বেয়ার নেসেসিটি, সেলফ ক্রিটিসিজম অফ আ বুর্জোয়া ডগ, মিস্টিক মেমোয়ার, দ্য গোল্ডেন গ্লোভ, ক্যাট ইন দ্য ওয়াল, পেলিক্যান ব্লাড, ওহ মার্সি, জন অফ আর্ক, ভিতালিনা ভ্য়ারেলা, বাকুরাও, ভিশনস অফ মুকাজি, হ্যাপী ল্যামেন্তো, বরুনবাবুর বন্ধু, দ্য হুইসলার্স, লেস মিসারেব্ল্স, সামার অফ চাংসা, সিস্টেম ক্র্যাশার, এই লাভ ইউ লাভ, ব্যাটার্দ হাসব্যান্ড| এছাড়াও থাকছে বেশ কিছু শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম|