অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুদিন পর। এবার মুক্তি পেতে চলেছে কিং খানের এই বছরের তিন নম্বর ছবি। আসছে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’। পাঠান ও জওয়ান মুক্তির পর এবার বছরশেষে ধামাকার অপেক্ষায় প্রায় সকল অনুরাগীরারা।
ইতিমধ্যে ট্রেলার, বেশ কয়েকটা গান মুক্তি পেয়েই গেছে, যা দেখে অনুরাগীদের উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার কলকাতা-সহ দেশজুড়ে শুরু হয়ে গেছে 'ডাঙ্কি'র অগ্রিম টিকিট বুকিং। সেই অগ্রিম টিকিট বুকিং-এর উন্মাদনা কেমন চলছে কলকাতা শহরে? দেখা যাচ্ছে ইতিমধ্যে হল ‘হাউসফুল’ হতে আর বেশী বাকি নেই। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো বুকড’।
তবে, চমক হল এই সবকিছুই চোখে চোখে রাখছেন কিং খান, শাহরুখ খান। সেটা একেবারে স্পষ্ট বোঝা গেল তাঁর এক টুইট দেখে। সেখানে তিনি একটি ভিডিও ট্যুইট শেয়ার করেছেন। যেখানে কলকাতা শহরের অনুরাগীদের দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কলকাতায় শাহরুখ অনুরাগীরা 'ডাঙ্কি'-র অগ্রিম টিকিট বুকিং খুলতেই মিষ্টিমুখ করে উদযাপন করছেন।
কলকাতা শহরে ‘এসআরকে’ ফ্যান ক্লাব রয়েছে। তাঁদের মধ্যে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট কেনার জন্য ইতিমধ্যেই হুড়োহুড়ি শুরু হয়েছে। আর সেই অগ্রিম টিকিট বুকিং খুলতেই টিকিট কিনে একে অপরকে মিষ্টি খাইয়ে মেতে ওঠেন শাহরুখ ভক্তরা। সেখানে তাঁরা 'আমরা তোমাকে ভালবাসি', ব্যানার নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে উদযাপন করেন অনুরাগীর দল।
এই ভিডিয়োটা দেখার পরে আর চুপ থাকতে পারেননি শাহরুখ। তিনি টুইট রিশেয়ার করে লিখেছেন, 'ধন্যবাদ কলকাতা... তোমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। অনেক ভালবাসা।...'
প্রসঙ্গত, ইতিমধ্যে ভারতীয় ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক গ্রাফ তুলতে সময় লেগেছিল মাত্র ১৩ দিন। অন্যদিকে, ‘গদর ২’ এই গ্রাফ এনেছিল ২৮ দিনে।
এই মূহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ছবিটি। এই ছবিটিও বেশ মন ছুঁয়েছে বহু অনুরাগীদের। তবে, ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে আরও ২টি ছবি। ২১-এ ডিসেম্বর আসছে শাহরুখের ‘ডাঙ্কি’ এবং ২২ তারিখ মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। তাই, সবাই ভাবছেন এরপর বক্সঅফিসে ‘অ্যানিম্যাল’-কে রীতিমতো লড়াই করতে হবে প্রেক্ষাগৃহে থাকতে।