বড় পর্দায় নতুন ‘লায়ন কিং’ ছবিতে ‘মুফাসা’ হবেন শাহরুখ খান আর লায়ন মুফাসার ছেলে, ‘সিম্বা’ হবেন শাহরুখের ছেলে আরিয়ান খান। ‘ লায়ন কিং’ ছবিতে মুফাসা আর সিম্বার চরিত্রে কণ্ঠ দেবেন তাঁরা।
লায়ন কিং সিনেমায় তারকা এবং তারকাপুত্রকে যুক্ত করতে পেরে খুশি ডিজনি। ডিজনি ইন্ডিয়ার প্রধান বিক্রম দুগগাল জানিয়েছেন, “বলিউডের সবচেয়ে জনপ্রিয় বাবা আর ছেলেকে দুই আইকনিক চরিত্র ‘মুফাসা’ আর ‘সিম্বা’কে দর্শক দারুণভাবে গ্রহণ করবেন।”
ক্ল্যাসিক এই ছবির রিমেক আগের ছবির রেকর্ড ভেঙ্গে দিতে পারে বলে আশাবাদী সংস্থা।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, হলিউড ছবি দিয়ে ডেবিউ করতে চান আরিয়ান। শাহরুখও শুরু থেকেই তেমনই চাইছিলেন। মার্ভেল সিরিজের মত কোনও ছবিতে আরিয়ানকে দেখা যেতে পারে বলে আন্দাজ করেছিল অনেকেই। কিন্তু ‘ লায়ন কিং’ অনেকেরই ধারনার বাইরে ছিল ।
শাহরুখ জানিয়েছেন, ‘দ্য লায়ন কিং আমার পরিবারের সকলের খুব প্রিয়। বাবা হিসেবে মুফাসার সঙ্গে নিজের অনেক মিল পাই।’
ফাদার্স ডে উপলক্ষে শাহরুখ তাঁর এবং আরিয়ান একটি ছবি পোস্ট করেন নিজের টুইট হ্যান্ডেলে। মুফাসা আর সিম্বা’র জার্সি পরেছিলেন দু’জনে।
ইংরেজি লায়ন কিং-এ মুফাসার চরিত্রে শোনা গিয়েছিল জেমল আর্ল জোনস-এর কন্ঠ।
শাহরুখ ও আরিয়ান খান এর আগে একসঙ্গে ডাবিং করেছিলেন ২০০৪-এ। ‘দ্য ইনক্রেডিবল’ ছবিতে।
১৯৯৪-এর ৫ জুন ডিজনির ‘দ্য লায়ন কিং’ ছবিটি মুক্তি পায়। মিউজিক্যাল অ্যানিমেশন ছবি। ৩৮৩ কোটি টাকা দিয়ে তৈরি ছবিটি বক্স অফিসে প্রায় নয় হাজার কোটি টাকা আয় করেছিল। হলিউডের ইতিহাসের অন্যতম বানিজ্যিকভাবে সফল ছবি।
৮৮ মিনিট দৈর্ঘ্যের এই ছবি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এ স্থান করে নেয়। সেখানে এই ছবি সম্পর্কে লেখা হয়, ‘সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং শৈল্পিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।’
২০১৯ সালের ১৯ জুলাই হলিউডের বড় পর্দায় আবারও ফিরে আসবে ‘দ্য লায়ন কিং’। মূল ছবি ইংরেজি ভাষায়। তার সঙ্গে হিন্দি, তামিল এবং তেলেগু—এই তিন ভাষাতেও মুক্তি পাবে।
‘দ্য লায়ন কিং’ ট্রেলর রিলিজ হয়ে গিয়েছে। দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে নতুন ট্রেলর। রিমেক ছবি মুক্তি পাবে ১৯ জুলাই।
Glad to be a part of this journey... a timeless film. Voicing it in Hindi with my own Simba. The last time we did a film was around 15 years ago and it was ‘Incredible’ and this time around its even more fun. Hope everyone enjoys it 19th July onwards. #TheLionKing https://t.co/rJEfxevA9k
— Shah Rukh Khan (@iamsrk) June 17, 2019