হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বাদশা, শাহরুখ খান। আমদাবাদে আইপিএল দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আমেদাবাদে ছিলেন তিনি। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্যাপন করতে দেখা যায় তাঁকে। তারপরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কিং খান।
এরপরেই আমেদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত গরমের কারণেই ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক হওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
সূত্রে জানা গিয়েছে যে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরমে অভিনেতা অসুস্থবোধ করেন। তাঁর লু লেগে গিয়েছে, শরীরে জলের পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যায় অভিনেতার অনুরাগীরা।
এখন কেমন আছেন বাদশা? এই বিষয়ে শাহরুখের সহ-অভিনেত্রী এবং কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি চাওলা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে শাহরুখ এখন অনেকটাই ভালো আছেন। সব ঠিক থাকলে এই রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর ফাইনাল ম্যাচে তাঁকে মাঠে দেখা যেতে পারে।
মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দরাবাদ। সেই ম্যাচে ৮ উইকেটে জিতে ফাইনালে পৌঁছয় কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জেতার পর শাহরুখকে মাঠ প্রদক্ষিণ করতেও দেখা যায়। এদিন স্টেডিয়ামে শাহরুখের সঙ্গেই উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কপূরও।
খবর ছড়াতেই অনেকে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন সোশ্যাল মিডিয়ায়।