এ পর্যন্ত প্রায় ৮০-রও বেশি বলিউড ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর মালিক তিনি। পাশাপাশি রেড চিলিজ ভিএফএক্স ও কালার্স নামে স্টুডিও-ও রয়েছে তাঁর নামে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম মালিক তিনি। শেষ কয়েকটি ছবি সাফল্যের মুখ না দেখলেও বলিউডের এই 'বাদশা'র রাজত্ব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। তিনি 'কিং' শাহরুখ খান। ফের একবার সাম্মানিক 'ডক্টরেট' ডিগ্রি পেলেন তিনি।
শাহরুখ খান এখন গ্লোবাল আইকন। অভিনয় ছাড়াও সমাজে বিভিন্ন অবদানের জন্য একাধিকবার দেশে ও বিদেশে সম্মানিত হয়েছেন তিনি। এবার আরও একবার সাম্মানিক ডিগ্রি উঠে এল তাঁর হাতে। 'ফিলানথ্রপি' বা মানবপ্রেম-এর জন্য তাঁকে ডক্টরেট ডিগ্রি দিল লন্ডনের ইউনিভার্সিটি অফ ল। এর আগে বেডফোরশায়ার বিশ্ববিদ্যলয় ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান তিনি।
প্রসঙ্গত, পালস পোলিও, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO)-সহ একাধিক সংস্থার সঙ্গে যুক্ত শাহরুখ। কাজ করেছেন মানবাধিকার নিয়েও। নিজের এনজিও রয়েছে তাঁর। অ্যাসিড আক্রান্তদের জন্যও কাজ করেছেন তিনি। এর জন্য তিনি ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের তরফ থেকে ২০১৮ সালে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পান।
Thank u for the honour @universityoflaw & my best wishes to the graduating students. It will encourage our team at @MeerFoundation to strive ‘selfishly’ to share more. pic.twitter.com/IBI1I6UlFY
— Shah Rukh Khan (@iamsrk) April 4, 2019