আবার এক সঙ্গে দেখা যেতে পারে আদিত্য-শাহরুখকে। আদিত্য চোপড়া এবং শাহরুখ খান। যশ রাজ ফিল্মস-এর পঞ্চাশ বছরে রোম্যান্টিক হিরোর ভূমিকায় ফিরতে পারেন কিং খান, বলি-পাড়ায় এ জল্পনা এখন তুঙ্গে।
বলিউডের একটি সূত্র বলছে খুব তাড়াতাড়িই ছবির নাম ঘোষণা করা হবে যশ রাজ ফিল্মের পক্ষ থেকে। নিজেদের প্রোডাকশন হাউসের পঞ্চাশ বছরের জন্মদিনের সেলিব্রেশনে দর্শকদের প্রেমের গল্প উপহার দেবেন আদিত্য।
‘যশ রাজ ফিল্মস’ যাত্রা শুরু করে ১৯৭০ সালে। আদিত্য চোপড়ার বাবা যশ চোপড়ার হাত ধরে। পরের বছর অর্থাৎ ২০২০ তে পঞ্চাশ বছরে পা দিতে চলেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা এই প্রোডাকশন হাউস। যশ চোপড়াকে বলিউডে বলা হত ‘রোমান্সের রাজা’। হাসি, কান্না, আবেগ দিয়ে ভারতীয় দর্শকদের প্রেমের সিনেমা দেখতে শিখিয়েছিলেন তিনি। রোম্যান্টিক হিরো হিসেবে শাহরুখের উত্থান কার্যত তাঁর হাত ধরেই। যশ রাজ ফিল্মের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক যে সব সময়ই ‘স্পেশাল’ সে কথা বহুবার প্রকাশ্যে বলেছেন তিনি।
‘কভি কভি’, ‘সিলসিলা’, ‘দিওয়ার’, ‘ডর’, ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘মহব্বতে’, ‘চক দে ইন্ডিয়া’, ‘রব নে বনাদি জোড়ি’, ‘জব তক হ্যায় জান’ -বহু ব্লকবাস্টার সিনেমার নির্মাতা যশ রাজ ফিল্মস। প্রেমিক শাহরুখের রোমান্টিক ইমেজ তৈরিতে যশ রাজ ফিল্মের ভূমিকা অনেকটাই।
‘রব নে বনাদি জোড়ি’, ‘মহব্বতে’, ‘দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে’ তে শাহরুখ এবং আদিত্য একসঙ্গে কাজ করেছেন। এবারও শাহরুখের জন্য কলম ধরবেন তিনি। তাঁকে মনে রেখেই অন্যরকম প্রেমের গল্পে চরিত্র নির্মাণ হবে। ছকে বাঁধা প্রেমের গল্পের থেকে আলাদা কিছু।
অন্যরকম প্রেমের গল্পে আগেও দেখা গিয়েছে তাঁকে। ‘ডিয়ার জিন্দেগি’র মত সিনেমায়।
শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ‘জিরো’তে। ‘ফ্যান’ ছবিতেও অন্যরকম ভূমিকায়। তারপরই ছবি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষনা করেন অভিনেতা।
তাঁর আগামী ছবি নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে বলিউডে। এমনও শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে শাহরুখকে। সাজিদ নাদিয়াওয়ালা এবং ফারহাদ সামজির পরবর্তী ছবি ‘ ল্যান্ড অফ লুঙ্গি’তে শাহরুখের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু শাহরুখ নিজে তাঁর পরবর্তী ছবি নিয়ে মুখ খোলেননি এখনও পর্যন্ত। তাই জল্পনা বাড়ছেই।
কিং খানকে পর্দায় ফিরে আসার দাবী জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে তাঁর ফ্যানকুল। ইতিমধ্যেই #WeMissSRKOnBigScreen নামে ট্রেন্ড চালু হয়েছে। শাহরুখের ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বলিউড বাদশা এখন কেন তাঁর পরবর্তী ছবির নাম ঘোষণা করছেন না। ফ্যানদের আবেগের কী কোনও দাম নেই!আমরা এসআরকে কে মিস করছি।’