সপ্তাহের শুরুতেই পূর্বাভাস নিয়ে সামনে এল এক বড় আপডেট। প্রবল শৈত্যপ্রবাহ থেকে মুক্তি পেলেও এখনও শীত থেকে নিস্তার পায়নি উত্তর ভারত। এমনটাই শোনা যাচ্ছে আবহাওয়া দফতর থেকে।
জানা গিয়েছে যে দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ, বিহার, সহ উত্তর ভারতের কিছু রাজ্যে শীতের তীব্রতা থেকে স্বস্তি পেয়েছে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবের কারণে পুরোপুরি মুক্তি পাচ্ছে না।
উত্তর হরিয়ানা এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে। ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিমি উপরে অবস্থিত। অন্যদিকে, একটি নিম্ন স্তরের ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে মারাঠাওয়াড়া এবং পার্শ্ববর্তী এলাকায়। ১৭ ফেব্রুয়ারি থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে।
এছাড়া, ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল বিহার, উত্তর প্রদেশ-সহ একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়ে আবারও কয়েক গুণ ঠান্ডা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের আবহাওয়া একেবারে মিশ্রিত।
আবহাওয়ার পূর্বাভাসের কথা অনুযায়ী আগামী দিনে আবহাওয়ায় অনেক পরিবর্তন হতে চলেছে দেশে। তারা জানিয়েছেন যে কয়েকদিনে দিল্লি-এনসিআরের জলবায়ু বদলে গিয়ে আরও এক দফা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসম ভবন আরও জানিয়েছেন যে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের মতো পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাতের সম্ভবনা রয়েছে কারণে সমতল ভূমিতে আবারও ঠান্ডা বাড়তে পারে।
জানা গিয়েছে যে জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ১৭ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি এবং তুষারপাত শুরু হতে পারে এবং ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে।
অন্যদিকে, স্কাইমেট ওয়েদার-এর রিপোর্ট অনুসারে, আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ এবং তামিলনাড়ু ও কেরলে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
১৯ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওড়িশার ১ বা ২ জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে।
১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল দেশের কোথায় হয়েছে বৃষ্টি? জানা গিয়েছে যে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। শুধু তাই নয়, পঞ্জাব, রাজস্থান ও তামিলনাড়ুর দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। পাটনা, মুজাফফরপুর-সহ বিহারের অনেক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় রাস্তাঘাট জলে ভরে গিয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর প্রদেশের কয়েকটি জেলা। তবে, দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও বৃষ্টি হয়নি এদিন।
আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উত্তরে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকার দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে কাল থেকে তাপমাত্রা সামান্য নামতে পারে। এছাড়া বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।