তীব্র গরম যেন কিছুতেই কমছেই না! গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীদের। এই প্রচন্ড গরম, তারপর ভাবুন যদি মাঝেরাতে আচমকা লোডশেডিং-এর মুখে পড়ে যায় শহর! কেমন হবে ব্যপারটা? ভাবলেই দম বন্ধ হয়ে আসছে। কিন্তু এমনটাই ঘটছে শহরের বিস্তীর্ণ এলাকায়।
জানা গিয়েছে সন্ধে হতেই দফায় দফায় বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে লোডশেডিং। তবে, রাত বাড়তে সেটা চরম আকার নেয়। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই শোনা যাচ্ছে এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার খবর।
বৃহস্পতিবার রাতে এমনই হয়েছে সল্টলেক এলাকাতেও। অন্ধকারে ডুবে ছিলেন তাঁরা। তবে, বিদ্যুৎ দফতরের তৎপরতায় খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। এইরকম তীব্র প্যাচপ্যাচে গরমে ১মিনিটের জন্য হলেও যদি পাওয়ার কাট হয়, ধৈর্যের বাঁধ ভাঙবে শহরবাসীদের মধ্যে এটা কিছু অজানা নয়।
অন্যদিকে, এই লোডশেডিং থেকে বাদ যায়নি হাওড়া শহরও। হাঁসফাঁসে গরমে হাওড়াবাসীদেরও অন্ধকারে সময় কাটাতে হয়েছে এদিন। এখানেও বহু এলাকাতে দফায় দফায় লোডশেডিং হয়।
প্রসঙ্গত, গরম থেকে এখন কোনও নিস্তার নেই শহরবাসীদের। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। ৪১ থেকে ৪২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে শুক্রবার।
এছাড়া উত্তরবঙ্গের কিছু এলাকা যেমন, মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুরের মতন এই জেলাগুলিতে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।