শীতলতম দিন দিল্লিতে

সোমবার দিল্লির সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে তফাৎ ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, ১৬ বছরের মধ্যে এদিন ই ছিল সবচেয়ে শীতলতম দিন (সিভিয়ার কোল্ড ডে)। দিনের বেলায় যেমন ঠান্ডা ছিল, রাতেও ছিল ঠিক তেমনি ঠান্ডা।

            সোমবার দিল্লিতে তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১০ ডিগ্রি কম। ডিসেম্বরের ২২ তারিখ রাজধানীতে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যেমন ঠান্ডা পড়েছিল, তা বিগত ২০ বছরের রেকর্ড। ২০০৩ সালে শেষ এইরকম ঠান্ডা পড়েছিল বলে জানাচ্ছে সেখানকার আবহাওয়া দফতর। মেটেরোলর্জিক্যাল ডিপার্টমেন্টের কথায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি কম হলে এবং সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৪ ডিগ্রি কম হলে সেদিনটিকে সবচেয়ে শীতলতম দিন (সিভিয়ার কোল্ড ডে) হিসেবে গণ্য করা হয়। রবিবার দূষণের মাত্রা যেখানে ২১৩ একিউআই (যথেষ্ট দূষিত) ছিল, সেই জায়গায় সোমবার দিল্লির একিউআই ছিল ১৮৫। বাতাসের গতি ছিল ১৫-২০ কিমি প্রতি ঘন্টায়। যার কারণে কথেষ্ট ঠান্ডা অনুভূত হয়েছে এদিন। পাশ্ববর্তী পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার কারণে দিল্লিতে ঠান্ডা পড়েছে বলেও মনে করছেন আবহাওয়াবিদ বিশেষজ্ঞরা।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...