রবীন্দ্রসার্ধশতবর্ষে জনপ্রিয় মনকাড়া সেই ধারাবাহিকের কথা আপনার মনে আছে? ‘পুপে আর গোরার’ কথা বলছি|মনে আছে গানেরও পারে ধারাবাহিকে তারা কিরকম নজর কেড়েছিল সকলের? কিভাবে মুগ্ধ করেছিল বাঙালি তথা রবীন্দ্র গুণমুগ্ধদের|অন্যদিকে বিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের কাজগুলির মধ্যে অন্যতম ‘গানের ও পারে’ ধারাবাহিক|বাঙালিদের গানের জোয়ারে ভাসিয়ে রবীন্দ্রগান নতুন ভাবে বাঙালি দর্শকের কাছে তুলে ধরেছিলেন তাছিল অনবদ্য|
রক্ষনশীল রবীন্দ্রপ্রেমী পরিবারের মেয়ে পুপে অন্যদিকে রবীন্দ্রগানকে নিজের মত করে গেয়ে অন্যভাবে তার নতুনরূপদেওয়ায় মজেছিল গোরা, যদিও সেই গানের মধ্যেও লুকিয়েছিল কবিগুরুর প্রতি শ্রদ্ধা| আর সেই জায়গা থেকেই শুরু ধারাবাহিকটির ক্লাইম্যাক্স| পুপে আর গোরার মন কষাকষি থেকে ভালবাসা সমস্তটাই ধরা পড়েছে তিরিশ মিনিটের এই ধারাবাহিকে|গানেরও পারের হাত ধরেই পরিচালক সৃজিত মুখার্জির যাত্রা শুরু| এবার সেই ‘গানের ওপারের’ ই সিক্যুয়েল বানাতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জী| জানা যাচ্ছে ইতিমধ্যে সিক্যুয়েলটির চিত্রনাট্যও লেখা শুরু হয়েছে| ’গানের ওপারের’ মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখাগিয়েছিল মিমি চক্রবর্তী(পুপে) ও অর্জুনচক্রবর্তীকে(গোরা)|তবে ধারাবাহিকের নতুন সিক্যুয়েলে তাদেরই অভিনয় করতে দেখা যাবে নাকি নতুন প্রতিভাদের অভিনয় দর্শক দেখতে পাবেন সেটাই এখন দেখার বিষয়|