বছরের সেরা সেনসেক্স সূচক ছুঁলো আজ

বছরের শেষের দিকে এসে নতুন রেকর্ড ঘটল সেনসেক্সে। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩০০ পয়েন্টে উঠে সর্বকালীন শীর্ষে পৌঁছল। ২৯৩ পয়েন্ট উঠে বিএসই ইনডেক্স পৌঁছেছে ৪০,১২৯.০৫-এ।

                বুধবার আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমেছে। ভারতেও বেশ কয়েকটি ক্ষেত্রে কর ছাড় দেওয়া হচ্ছে। সেইসঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারের দাম বেড়েছে। এইসব কারণেই সেনসেক্স তরতরিয়ে বেড়েছে। নিফটিও এদিন ১১,৮৭৭.৪৫-র ঘরে পৌঁছে গেছে।

গত জুন মাসে ১২,১০৩ ঘরে পৌঁছে রেকর্ড করেছিল নিফটি। নিফটির অন্তর্গত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে সেন্ট্রাল ব্যাংকের শেয়ার ১৩ শতাংশ বেড়েছে। এলাহাবাদ ব্যাংকের শেয়ার বেড়েছে ৯ শতাংশ। সিন্ডিকেট ব্যাংকের শেয়ার আট শতাংশ, পিএনবি-র শেয়ার চার শতাংশ এবং ওবিসি-র শেয়ার ৩.৫ শতাংশ বেড়েছে। 

      মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি ট্র্যাকে রাখার প্রত্যাশা অনুযায়ী সুদের হার কমিয়ে দেওয়ার পর মার্কিন শেয়ারগুলি আরও বেড়েছে। তার প্রভাবই পড়ছে ভারতের বাজারেও। সেনসেক্সের ঊর্ধ্বগতির কারণে বাজার আরও চাঙ্গা করেছে। এই ঊর্ধ্বগতির ফলে সবচেয়ে বেশি লাভ হয়েছে এসবিআই, ইনফোসিস, আইটিসি, সান ফার্মা, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংকের এবং আইসিআইসিআই ব্যাংক- এর। তবে এর ফলে শেয়ার বাজারে পতন ঘটেছে ভারতী এয়ারটেল, এক্সিস ব্যাংক, এম এন্ড এম, পাওয়ার গ্রিড- এর শেয়ারে।

এই প্রসঙ্গে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা শাখার প্রধান বিনোদ নায়ার বলেন, আশা করা হচ্ছে, এই মাস থেকে আগামী মার্চের মধ্যে বিভিন্ন সংস্থার আয় বাড়বে। সরকারও পাশাপাশি সংস্কার প্রক্রিয়া চালু রাখবে। এছাড়াও মূলধনী আয়ের ওপর দীর্ঘমেয়াদি করও কমতে পারে। আজকের এই ঊর্ধ্বগতি সবকিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...