ধনতেরাসে Senco Gold -এর বিশেষ অফার!

সমুদ্র মন্থন কালে যে তিথিতে লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন সেই তিথিটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। সেই সূত্রেই এই তিথি সাধারণের মধ্যে ধনতেরস বা ধন ত্রয়োদশী তিথি নামে পরিচিত। 

রাজস্থানীদের উচ্চারণে ‘ধনতেরস’। এই ‘ধনে’ লক্ষ্মী আছেন। ধনতেরসের দিন ঘরে ঘরে ধনলক্ষ্মীর পুজো হয়। ধনতেরাস আর দীপাবলি মানেই গহনার উৎসব। উৎসবের মরসুমে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এল বিখ্যাত গয়না বিপণি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold & Diamonds)। 

সংস্থার শ্যামবাজার ব্র্যাঞ্চের ম্যানেজার সৌমেন বসাক জানিয়েছেন, ধনতেরাস উপলক্ষ্যে ক্রেতাদের জন্য গহনার মজুরিতে ছাড়-সহ আরও নানা অফার রয়েছে। এই মুহূর্তে সারা দেশে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ১৫০ বেশি ব্র্যাঞ্চ আছে। শ্যামবাজার ব্র্যাঞ্চের বয়স ৫৪ পেরিয়েছে। বাঙালির গহনার ভালবাসায় বহু দিনের দোসর এই সংস্থা। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের সঙ্গী। সময়ের সঙ্গে সঙ্গে সোনা সম্পর্কে মানুষের ভাবনার বদল এসেছে। তার প্রভাব পড়েছে গহনা কেনার ধরনেও। দাম যেমন বদলেছে তেমনি বদলেছে ডিজাইন। মেয়েদের জীবনযাত্রা এবং সামাজিক অবস্থান বদলের সঙ্গে সঙ্গে বদল এসেছে তাদের গহনার পছন্দেও। আইটি সেক্টর বা অন্য ক্ষেত্রে চাকুরিরত মেয়েরা রোজকার ব্যবহারের জন্য বেছে নিচ্ছে হালকা ডিজাইন গহনা। সোনা, রূপো,  হিরে সব আছে সেখানে। আবার ভারী গহনার চাহিদাও ক্রমশ বাড়ছে, কারণ সোনা আজও বিনিয়োগের মাধ্যম। 

তিনি জানিয়েছেন, সোনার গহনার ডিজাইন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর প্রধান ইউএসপি। বিবাহ কালেকশন, অপরূপা কালেকশন, মিলন, গোঠবন্ধন, কালেকশন এখানকার জনপ্রিয় কালেকশন। 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর  সব ব্র্যাঞ্চেই ধনতেরাসের নজরকাড়া কালেকশন মিলবে। ক্রেতাদের আবেগ আর সাধ্য দুইয়ের মেলবন্ধন ঘটিয়েছেন তাঁরা। হিরের গহনায় মজুরিতে বড় ছাড় রয়েছে। এছাড়া ধনতেরাস উপলক্ষ্যে সোনার গহনায় প্রতি গ্রামে ছাড়ের দুর্দান্ত  সুযোগ পাবেন ক্রেতারা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...