আর বার্ষিক পরীক্ষা নয়, আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে উচ্চমাধ্যমিকের সেমিস্টার!

চলতি বছর থেকেই পরিবর্তন আসছে উচ্চ মাধ্যমিকে। এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের।

বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ স্কুল শিক্ষাদপ্তরের কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই এই ঘোষণা করেছে। ঘোষনা অনুযায়ী রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পরীক্ষা পদ্ধতি এবং তার নতুন সিলেবাস চালু করে দেওয়ার অনুমতিপত্র পেয়েছে তাঁরা। অর্থাৎ ২০২৫ সালেই হবে শেষ বার্ষিক উচ্চমাধ্যমিক। 

উচ্চ মাধ্যমিকে যে সিমেস্টার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে সে কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময়ে তিনি আরও জানিয়েছিলেন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের জন্যই তাঁরা অপেক্ষা করছেন। অবশেষে সেই অনুমতি পাওয়া গেল।

জানা গিয়েছে শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেই সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চলেছে তারা চলতি বছর থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। আরও জানা গিয়েছে যে আগামী বছর এই ছাত্র-ছাত্রীরাই যখন দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে, তখন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতেও সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হবে।

image_2024_03_07T09_03_41_091Z

তবে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেই সকল পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠবে, তারা পুরনো পরীক্ষা পদ্ধতিতেই ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি দেবে।

শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে যে এই নতুন নিয়মে একাদশ শ্রেণির পড়ুয়াদের প্রথম সিমেস্টার হবে ২০২৪ সালের নভেম্বরে এবং এই পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তাদের প্রথম সিমেস্টার দেবেন ২০২৫ সালের নভেম্বরে।

এছাড়া শিক্ষা সংসদ আরও জানিয়েছেন যে খুব শীঘ্রই তাঁরা নতুন সিলেবাস এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সমস্ত তথ্য ওয়েবসাইটে বিশদে জানাবে। তবে, সেটা কবে এখন স্পষ্ট করে না বললেও, সকলে মনে করছে যে মাধ্যমিকের ফল প্রকাশের কাছাকাছি কোনও এক সময়েই এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিশদে জানাবে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...