দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়ে হয়ে গেল আজ অর্থাৎ বৃহস্পতিবার। নতুন দিল্লি রেল স্টেশনে পতাকা নেড়ে দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন রেলমন্ত্রী পিযুষ গোয়েলও। ট্রায়াল রান আগে থেকেই হয়ে গিয়েছিল। আজ থেকে চালু হল পরিষেবা।
এদিন ট্রেন যাত্রা শুরুর পর ট্যুইটারে প্রধানমন্ত্রী জানান, নিউ দিল্লি-বৈষ্ণোদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস, বৈষ্ণোদেবী দর্শনার্থীদের জন্য নবরাত্রির উপহার। ট্যুইটারে প্রধানমন্ত্রী জানান, জম্মুর ভাই ও বোনদের জন্য এবং একইসঙ্গে বৈষ্ণোদেবী দর্শনার্থীদের জন্য এটি উপহার হিসেবে প্রদান করল কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, এই ট্রেনের মাধ্যমে যেমন যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হবে, তেমনই সুদৃঢ় হবে আধ্যাত্মিক পর্যটন ব্যবস্থা। দ্রুতগতির এই ট্রেনটি দিল্লি থেকে কাটরা পর্যন্ত যেতে মোট সময় নেবে আটঘন্টা। সকাল ছ'টায় দিল্লি থেকে ট্রেন ছাড়বে, কাটরা পৌঁছবে দুপুর দু'টোয়। তিনটি মাত্র স্টপেজ রয়েছে ট্রেনটির। আম্বালা, লুধিয়ানা এবং জম্মু তাওয়াই। প্রতিটি স্টেশনে দাঁড়াবে দু'মিনিট করে।
২০২২ সালের ১৫ আগস্ট-এর মধ্যে কাশ্মীরের সঙ্গে কন্যাকুমারীর রেল যোগাযোগ স্থাপন করা হবে বলে জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। মোট ৪০টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় দিল্লি-বারাণসী রুটে। এই ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#VandeBharatExpress is a big gift from PM @narendramodi to the people of J&K by bringing development in the state and giving a boost to religious tourism there: Union Home Minister @AmitShah
— PIB India (@PIB_India) October 3, 2019
Flags off the New Delhi-Katra #VandeBharatExpresshttps://t.co/LMIDUopTmP pic.twitter.com/rHBKiBOZcs
All you wanted to ask about the #VandeBharatExpress to Katra, flagged off today, but did not know where to look : graphics courtesy @RailMinIndia pic.twitter.com/938JHEYYE1
— PIB India (@PIB_India) October 3, 2019