মঙ্গলবার দুপুরে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! কিভাবে যান চলাচল হবে? জানুন বিশদে

দ্বিতীয় হুগলি সেতু কিংবা বিদ্যাসাগর সেতু। আমরা সকলেই চিনি এই সেতুকে। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী সবথেকে গুরুত্বপূর্ণ সেতু। বহু মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই সেতুটি। প্রত্যেকদিন কয়েক হাজার গাড়ি, মানুষ যাতায়াত করেন এশিয়ার অন্যতম বড় এই ব্রিজ দিয়ে।

এই বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে কি আপনিও রোজ যাতায়াত করেন? যদি করে থাকেন, তাহলে আপনার জন্য রইল এক বিরাট গুরুত্বপূর্ণ খবর।

জানা গিয়েছে আগামী ২৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ফের কিছু ঘন্টার জন্য বন্ধ থাকবে এই সেতু। তবে, এবার আর রাতে নয়, দুপুরে বন্ধ থাকবে সেতু। হ্যাঁ ঠিকই শুনছেন।

কলকাতা পুলিশের পক্ষ থেকে নোটিস দিয়ে জানানো হয়েছে যে এদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে এই সেতু।  

WhatsApp Image 2024-02-24 at 16.51.06

প্রায় বেশ কয়েকদিন ধরে দ্বিতীয় হুগলী সেতুর মেরামতির কাজ চলছে, এটা সবার জানা। দেখা গিয়েছে যে নির্দিষ্ট একটি দিকে গার্ড রেল করে সেই কাজ চলছিল। তবে, কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২৭ তারিখ এক্সটেনশন কড এবং বিয়ারিং-র কিছু মেরামতির কাজ রয়েছে এর জেরে দু ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ থাকবে সেতুটি।

কলকাতা এবং হাওড়া সংযোগ করার অন্যতম সেতু এই হুগলি ব্রিজ। কিন্তু দু’ঘণ্টার জন্য বন্ধ থাকলে যান চলাচলের অনেক সমস্যা দেখা যাবে। তাই এই বিষয়টাকে মাথায় রেখে সমস্ত গাড়িগুলিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজমুখী করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে যে কলকাতা থেকে হাওড়া যাওয়ার গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশিকা দেওয়া হয়েছে।

এছাড়া যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দ্বিতীয় হুগলী সেতুতে দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে বলেই জানা গিয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...