ব্যাটিং বিপর্যয়-ই পরাজয়ের কারন

মুম্বইয়ের পর ফের পাঞ্জাবের বিরুদ্ধে পরাজিত হায়দ্রাবাদ। মোহালিতে কিংস ইলেভেনের বিরুদ্ধে ৬ উইকেটে হারল তারা। হায়দ্রাবাদের হয়ে একমাত্র রান পান ড্যাভিড ওয়ার্নার। তাঁর করা ৬২ বলে ৭০ রানের দৌলতে কোনও রকমে ১৫০ রানের ঘরে পৌঁছতে সক্ষম হয় কমলা বাহিনী। ড্যভিড ওয়ার্নারের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান পান বিজয় শংঙ্কর। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট পেয়ে গেলেও,  অপর ওপেনার কে এল রাহুল কিন্তু কোনও ভাবেই তার দলের ওপর চাপ আসতে দেন নি। তাঁর ৫৩ বলে অপরাজিত ৭১ রান ও মায়াঙ্কা আগ্রওয়ালের ৪৩ বলে ৫৫ রানের ওপর ভর করে জয় প্রায় নিশ্চিত করে দেয় এই দুজন। তবে শেষের দিকে হায়দ্রাবাদের বোলাররা পাঞ্জাবকে মরণ কামড় দিতে চেয়েছিল কিন্তু কম রান থাকার দরুণ পেরে ওঠে নি। অবশেষে ১৯.৫ ওভারে গিয়ে দলের হয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অশ্বিন ব্রিগেড। এই ম্যাচে জয় পাওয়ার সাথে সাথে ৮ পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...