রবিবার ইউনাইটেড কিংডামের সিল্ভারস্টোন সার্কিট জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ গ্রান্ড প্রিক্স ২০১৮। প্রতিযোগিতায় বাজিমাত করলেন জার্মান রেসার সিবাস্টিয়ান ভেট্টেল। ইংল্যান্ডের রেসার লিউস হ্যামিল্টনকে হারিয়ে জয় পেলেন তিনি। এই প্রতিযোগিতার প্রথম ১০ জন রেসারকে তালিকাভুক্ত করা হল।
স্থান |
প্রতিযোগী |
দেশ |
নির্মান সংস্থা |
সময় |
পয়েন্ট |
১ |
সিবাস্টিয়ান ভেট্টেল |
জার্মানি |
ফারারি |
১ঘ ২৭মি ২৯সে |
২৫ |
২ |
লিউস হ্যামিল্টন |
ইংল্যান্ড |
মারসেডিস |
+২সে |
১৮ |
৩ |
কে রাইকনেন |
ফিনল্যান্ড |
ফারারি |
+৩সে |
১৫ |
৪ |
ভি বোট্টাস |
ফিনল্যান্ড |
মারসেডিস |
+৮সে |
১২ |
৫ |
দ্যানিয়াল রির্কাডো |
অস্ট্রেলিয়া |
রেড বুল রেসিং |
+৯সে |
১০ |
৬ |
নিকো হ্যাল্কেনবার্গ |
জার্মানি |
রেনল্ট |
+২৮সে |
৮ |
৭ |
এস্তাবান ওকোন |
ফ্রান্স |
ফোর্স ইন্ডিয়া – মারসেডিস |
+২৯সে |
৬ |
৮ |
ফর্নান্ডো আলোন্সো |
স্পেন |
ম্যাকলারেন- রেনল্ট |
+৩১সে |
৪ |
৯ |
কেভিন ম্যাগনুসেন |
ডেনমার্ক |
হ্যাস-ফারারি |
+৩৩সে |
২ |
১০ |
সার্জিও পেরেজ |
মেক্সিকো |
ফর্স ইন্ডিয়া-মারসেডিস |
+৩৪সে |
১ |