এবার পুজোর দিনগুলিতে চলবে সারারাত বাস পরিষেবা! জেনে নিন সময়ক্ষন

এবার যাত্রীদের সুবিধার জন্য পুজোয় সারারাত চলবে বাস পরিষেবা। ঠাকুর দেখতে গিয়ে কোন ঝামেলাই নেই। সারা রাত ঠাকুর দেখুন, বাড়ি ফেরার চিন্তা মাথায় নিতে হবে না আর!

হাওড়া ও শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করে আটটি রুটে চালু হবে রাতভোর পরিষেবা। শহরের বড় বড় মণ্ডপের সামনে দিয়েই ঘুরবে বাস। সেরকম ভাবেই তৈরি করা হয়েছে বাস রুট। এসি, নন-এসি দু’রকম বাসের পরিষেবাই পাওয়া যাবে।

পরিবহণ দপ্তর থেকে জানা গিয়েছে যে চতুর্থী এবং পঞ্চমী সকাল থেকেই শুরু হবে পরিষেবা। শেষ বাস ছাড়বে ডিপো থেকে ছাড়বে রাত ১২ টায় কারণ সরকারি অফিস বন্ধ থাকলেও বাকি বেসরকারি অফিস-কাছারি খোলা থাকবে এই দু’দিন। তাই সকাল থেকেই বাস-ট্রাম চালানো হবে। দুপুরের পর সেই পরিষেবা আরও বাড়বে।

তাঁরা আরও জানিয়েছে যে, ষষ্ঠী থেকে নবমী রাত ১০টা থেকে শুরু হবে রাত্রিকালীন পরিষেবা। বাসমালিকরা জানিয়েছেন যে, রাস্তায় পর্যাপ্ত বেসরকারি বাস-মিনিবাসও চলবে।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই বিষয়ে বলেছেন যে, ‘‘রাতে ঠাকুর দেখতে বেরিয়ে যাতে দর্শনার্থীরা সমস্যায় না পড়েন সেকথা মাথায় রেখেই পর্যাপ্ত বাস-ট্রাম সারারাত চালানো হবে। দিনের বাকি সময় তো চলবেই। তাছাড়া অ্যাপ ক্যাব, ট্যাক্সি তো থাকেই। রাস্তায় বেরিয়ে মানুষের গাড়ির অভাব হবে না।’’

পরিবহণ দপ্তর এটাও জানিয়েছেন যে, কলকাতায় দুই শিফটে হাজারের বেশি সরকারি বাস নামানো হবে।

অন্যদিকে, সপ্তমী থেকে নবমী সারারাত সচল থাকবে পাতালরেল। জানা গিয়েছে যে ভোর চার’টে পর্যন্ত চলবে মেট্রো। পাতালপথের পাশাপাশি সড়কপথও সচল থাকায় যাত্রীদের কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। থাকবে অটোও।

বাসমালিকরা জানাচ্ছেন, প্রতিবছরই সারারাত বাস চলে। এবারও তার অন্যথা হবে না। পুলিশের তরফে যে সমস্ত রাস্তা নো-এন্ট্রি করে রাখা হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে বাকি রাস্তা বাস চলবে।

পুজো উপলক্ষে সেজে উঠেছে সরকারি বাসও। নীল-সাদা রঙের প্রলেপ পড়ে বাস হয়েছে একেবারে নতুন। পুজোয় এবার এই নতুন সাজের সরকারি বাসে চড়তে পারবেন যাত্রীরা।

পরিবহণমন্ত্রী জানিয়েছেন যে শুধু নতুন রঙ নয়, যে বাসের যা সমস্যা ছিল, তাও মেরামত করানো হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...