পাতাল পথে শিয়ালদহ মেট্রো স্টেশন

অতিরিক্ত চাপ সামলাতে পাতাল পথেই মেট্রো রেল আরম্ভ করার উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন।ইস্ট -ওয়েস্ট মেট্রো চলা শুরু হলে হাওড়া-এসপ্ল্যানেড -শিয়ালদহ হয়ে যাবে আরো ব্যস্ততম ট্রানজিট পয়েন্ট। এছাড়া উত্তর-দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের দিকে যাওয়ার পথেও শিয়ালদহ স্টেশন সবচেয়ে বেশি ভিড়ের সম্মুখীন হয়ে পড়বে  বলে মনে  করছেন সংশ্লিষ্ঠরা। যাত্রীদের এই অতিরিক্ত চাপ সামলে উঠতে তাই নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। শিয়ালদহ স্টেশনের মুখ্য ফটকের পাশে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা সাবওয়ে এ ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আগামী দুই বছরের ভিতরেই সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রা শুরু করবে ইস্ট -ওয়েস্ট মেট্রো। আশাজনক সময়ে কাজ শেষ হয়ে এলে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো রেলের চলাচল শুরু হবে ফলে ভিড় বাড়বে শিয়ালদহেও। ভিড়ের চাপে যাতে নাজেহাল হতে না হয় সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেএমআরসিএল। যাত্রীদের ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনে ঢোকা এবং বেরনোর জন্য দুইটি ভিন্ন পথ থাকবে বলে জানিয়েছে কেএমআরসিএল কর্তৃপক্ষ। পাতাল রেলে  প্রবেশ করতে যাত্রীদের নামার ব্যবস্থা থাকবে শিয়ালদহ আদালতের পাশে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মান ভবন এবং শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার দিকে নির্মীয়মান ভবন থেকে। 

  শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির দায়িত্বে রয়েছে আইটিডি এবং আইটিডিসেম  আইটিডি এবং আইটিডিসেম ও কেএমআরসিএল জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী ভিড় সামলাতে মাটির নিচে থেকেই গন্তব্য স্থলে পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে। যারা শিয়ালদহ তে পাতাল মেট্রো থেকে নামবেন তারা বিভিন্ন ভাগে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন। যারা শুধুমাত্র শিয়ালদহ অব্দি যাত্রা করবেন তারা শিয়ালদহ কোর্টের পাশে ভবন থেকে বেরিয়ে যেতে পারবেন। এই পথে বেরিয়ে বাঁ হাতে মৌলালি এবং ডান হাতে রাজাবাজার আর সামনে বউবাজারের দিকে যাওয়ার সুবিধা পেয়ে যাবেন সহজেই। এই পথে বাস ধরতে হলে নীলরতন হাসপাতালের বাস স্টপের সামনে অপেক্ষা করলেই পাওয়া যাবে যে কোনো পরিবহন। শিয়ালদহ স্টেশনের ট্রেন ধরতে যাত্রীরা মাটির নিচের পথ দিয়েই পৌঁছতে পারবেন। বর্তমানে বন্ধ হয়ে থাকা সাবওয়ে দিয়ে দুদিকেই যাতায়াত করে শিয়ালদহ কোর্ট এবং স্টেশন পৌঁছন যায়। এই সাবওয়ে টি এখন লক্ষ্য করা যায় শিয়ালদহ স্টেশনে ঢোকার মূল গেটের ডান দিকে ৮ নাম্বার প্লাটফর্ম -এর সামনের দিকে। এই সাবওয়ের কাছেই মেট্রোরেল এর টিকিট কাউন্টার খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কেএমআরসিএল। এই পথেই ট্রেন থেকে নেমে মাটির নিচ থেকে হেঁটে মেট্রো রেলে চড়বার সুবিধা থাকবে

শিয়ালদহ দক্ষিণ শাখার মেট্রো ধরার জন্য যাত্রীরা যারা মেট্রো ধরতে চাইবেন বা বা ট্রেনে উঠতে চাইবেন তাদের ভিন্ন ভিন্ন পথে প্রবেশ এবং বাইরে যাবার ব্যবস্থা থাকবে।  শিয়ালদহ শাখার প্লাটফর্মের সামনে খুলবে এই পথ। মেট্রো স্টেশনে যাত্রীদের ঢোকার এবং বের হবার ভবনে থাকছে প্রয়োজনীয় অগ্নি নিরোধক ব্যবস্থা  এছাড়াও থাকছে ভেন্টিলেশন শ্যাফট সম্পূর্ণ ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেলে সংশ্লিষ্ঠ চত্বরের কাছাকছি থাকবি ট্যাক্সি, অটো রিক্সার ব্যবস্থাও। এ ক্ষেত্রে বিস্তারিত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার     

 

   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...