শীঘ্রই বন্ধ হতে চলেছে শিয়ালদহ ফ্লাইওভার

উল্টোডাঙা ফ্লাইওভারের বর্তমান পরিস্থিতি পরীক্ষার পর এবার শিয়ালদহ ফ্লাইওভার পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) থেকে জানানো হয় শিয়ালদহ ফ্লাইওভারের পরিস্থিতি পরীক্ষা ও প্রয়োজনে উপযুক্ত মেরামতি করার জন্য আগামী ১৫ই আগস্ট (বৃহস্পতিবার) থেকে ১৮ই আগস্ট (রবিবার) পর্যন্ত শিয়ালদহ ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ থাকবে। যদিও সরকারি ভাবে এ বিষয়ে এখনো কোনও ঘোষণা করা হয়নি। এই ফ্লাইওভারের উপর থেকে প্রতিদিন বহু যাত্রীবোঝাই গাড়ি চলাচল করে, সেই সকল মানুষ জনের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। শুধুমাত্র ফ্লাইওভার গুলির অবস্থা পরীক্ষার ওপর ভিত্তি করেই নয়, তার ওপর যাতায়াত করা সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

সূত্র থেকে আরও জানা যায় শিয়ালদহ ফ্লাইওভার মেরামত করার কথা বহুদিন আগে থেকেই স্থগিত পড়ে আছে। মূলত মাঝেরহাট ফ্লাইওভার ভেঙে পড়ার পরে পরেই জনসাধারণের নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অন্যান্য ফ্লাইওভারের স্বাস্থ্যের পরিস্থির ওপর নজর দেওয়া শুরু হয়। আর সেই সূত্রেই উঠে আসে শিয়ালদহ ফ্লাইওভারের মেরামতের বিষয়টি। 

ঘটনাচক্রে দেখা যায় শিয়ালদহ ফ্লাইওভারের নীচে বহু হকারদের রোজগারের আস্তানা। আবার এই সকল হকারদের না সরিয়ে ফ্লাইওভার মেরামতের কাজ করানো সম্ভব নয়। কিছু সময়ের জন্য ওই সকল হকারদের অন্যত্র ব্যবস্থা করার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই কাজটি ছিল বেশ জটিল তাই এখনো পর্যন্ত এই কাজ সম্ভব হয়ে ওঠেনি।

সম্প্রতি শিয়ালদহ ফ্লাইওভার পরীক্ষা ও মেরামতের জন্য পুলিশ প্রশাসন ও কেএমডিএ-র যৌথ পরিকল্পনায় একটি সময় নির্ধারিত করা হয়েছে। যেহেতু ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকলের ছুটির দিন তাই ওই দিন থেকে ১৮ই আগস্ট পর্যন্ত শিয়ালদহ ফ্লাইওভারের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই দিন গুলির মধ্যে শুক্রবার যানবাহনের চাপ থাকলেও পরবর্তী দুই দিন অপেক্ষাকৃত কম যানবাহনের চাপ থাকবে বলেই এই উদ্যোগ।

শিয়ালদহ ফ্লাইওভার মেরামতের জন্য চার দিন বন্ধ থাকলে জনসাধারণের কিছুদিন অসুবিধা হলেও পরবর্তীকালে ওই ফ্লাইওভারের নিরাপত্তার বিষয়ে কোনো রকম সংশয় থাকবেনা। কিন্তু এই পদক্ষেপ না নিলে ফ্লাইওভার মেরামতের কাজ আবার পিছিয়ে যাবে।      

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...