শুক্রবারের মতনই শনিবারেও বহু ট্রেন বাতিল হয়েছে শিয়ালদহ শাখায়। ট্রেন বাতিলের কারণে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। দেখা যাচ্ছে শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় বহু ট্রেন দেরিতে আসছে। আবার অনেক ট্রেন আসছেই না। আবার ট্রেন এলেও, ভীড়ের চাপে অনেকেই ট্রেনে উঠতে পারছেন না। ফলে, সেই ভীড় এসে পড়ছে মেট্রো ও বাসে।
জানা গিয়েছে যে বৃহস্পতিবার রাত বারোটা থেকে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তার সাথেই চলছে ওভারহেডের তার টানা। দ্রুত গতিতেই চলছে কাজ। প্রথম পর্যায়ে চব্বিশ ঘণ্টা ধরে চলে নন ইন্টারলকিংয়ের কাজ। এরপরেই কাজ শুরু হয় ইন্টারলকিংয়ের। এই কাজের জেরেই বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। এই কাজ চলবে রবিবার পর্যন্ত। ফলে, বন্ধ রয়েছে শিয়ালদহের পাঁচটি প্ল্যাটফর্ম।
স্টেশনের কাজের কারণে ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। এর জন্য তাঁরা রেলকেই দায়ী করছেন। তবে এই বিষয়ে রেল জানিয়েছেন যে এই পরিস্থিতি এড়াতেই আগাম জানান দেওয়া হয়েছিল যাত্রীদের।
শুক্রবার ট্রেনে প্রচুর ভীড়ের চাপে এক যুবক ট্রেন থেকে পড়ে যায়। জখম অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মৃত্যু হয় যুবকটির। একই ভীড়ের ছবি দেখা গিয়েছে শনিবারও। বহু ট্রেন দেরিতে চলায় যাত্রীরা সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। খুবই বাজে পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে সকলকেই।
জানা গিয়েছে সবকটি ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকছে না। বহু ট্রেন দমদম পর্যন্ত যাচ্ছে। আবার কিছু ট্রেন থেমে যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত এবং প্রায় ঘণ্টাখানেক পর পর এক একটি স্টেশনে ট্রেন আসছে। ফলে তীব্র ঝামেলার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।